ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র জনপ্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের ২ বার টুর্নামেন্টটি জয়ের পিছনে ওয়েস্ট ইন্ডিজের বোলার সুনীল নারায়ন বড় ভূূমিকা রেখেছেন বলে মনে করা হয়। টি-২০ তে স্পিনাররা যে ম্যাচ জেতাতে পারে তার সবচেয়ে বড় উদাহরণও বোধহয় তিনি।
তবে এবার সুনীল নারায়নের কুইকার ডেলিভারি নিয়েই প্রশ্ন উঠেছে। চলমান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলতে পারবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে ফের সংশ্লিষ্ট আম্পায়াররা রিপোর্ট করলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবেন তিনি।
গতকাল রাতে অনুষ্ঠিত কেকেআর-ডলফিন্স ম্যাচ শেষে ২ আম্পায়ার অনিল চৌধুরি এবং শামসুদ্দিনের সঙ্গে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনার মিলিত রিপোর্ট জমা পড়েছে নারায়নের কুইকার ডেলিভারি নিয়ে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সন্দেহভাজন বোলিং অ্যাকশন কমিটির কাছে এই নিয়ে আবেদনের সুযোগ রয়েছে নারায়নের।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ