এশিয়ান গেমসে খেলোয়াড়দের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ধারা অব্যাহত রয়েছে। এবার ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েছেন মালয়েশিয়ান এক অ্যাথলেট। সোনাজয়ী এই অ্যাথলেটের নাম তাই চিউ জুয়েন। এই নিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে চলমান এশিয়ান গেমসে তিন জন অ্যাথলেট ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। ২৪ বছর বয়সী চিউ গত ২০ সেপ্টেম্বর উশুতে মালয়েশিয়াকে প্রথম সোনার পদকটি এনে দেন। কিন্তু সোনা জয়ের এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না তার। ১০ দিন যেতে না যেতেই ডোপ টেস্টে ‘পজিটিভ’ ধরা পড়লেন তিনি।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পক্ষ থেকে আজ জানানো হয়, 'ডোপ টেস্টে ধরা পড়া মালয়েশিয়ার অ্যাথলেটকে এবারের এশিয়ান গেমস থেকে বের করে দেওয়া হয়েছে। তার অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে এবং পদকও কেড়ে নেওয়া হয়েছে।' এদিকে, মালয়েশিয়ান অলিম্পিক কমিটি এ ঘটনায় এখনই হাল ছাড়তে নারাজ। তাই ডোপ টেস্টের ‘বি’ স্যাম্পল পরীক্ষা করার জন্য তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/ শরীফ