রিয়াল মাদ্রিদের গোলকিপার আইকার ক্যাসিয়াস ফুটবল ইতিহাসের সেরা গোলরক্ষক বলে মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোস।
দীর্ঘ ১১ বছর মাদ্রিদের হয়ে খেলেছেন কার্লোস। তাই ক্যাসিয়াসের সহখেলোয়াড় হয়েও খেলেছেন অনেক বছর। ক্লাবে খেলার সময় থেকেই তিনি ক্যাসিয়াসের সেরা ফর্ম দেখেছেন। যা এখনো ক্যাসিয়াসের মধ্যে বিদ্যমান আছে বলে মনে করেন ৪১ বছর বয়সী কার্লোস।
এ বিষয়ে কার্লোস বলেন, ‘১৫ বছর ধরে ক্যাসিয়াস ক্লাবের গোলরক্ষকের দায়িত্ব পালন করছে। ক্লাবের বহু শিরোপা জেতায় তার ভূমিকা রয়েছে। সে অন্য ফুটবলারদের জন্য একজন আদর্শ। ফুটবলের ইতিহাসে সে একজন সেরা গোলরক্ষক।’
ক্যাসিয়াস ১৯৯৯ সালে রিয়ালে যোগ দেন। ম্যাচ খেলেছেন ৪৮৩টি। আর স্পেনের জাতীয় ফুটবল দলের হয়ে মাঠে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন ১৫৭টি ম্যাচে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ