কলকাতার রাস্তায় ফুচকা বিক্রি করে,বাঁদরের খেলা দেখিয়ে, হাতির পিঠে চড়ে দারুণ সময় কাটাচ্ছেন সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার! আসলে এগুলো ফেদেরারকে নিয়ে তার ভারতীয় ভক্তদের কল্পনা মাত্র।
আগামী ডিসেম্বরের ৭ ও ৮ তারিখে ভারতে শুরু হবে ইন্টারন্যাশনাল টেনিস প্রিমিয়ার লিগ আইটিপিএল। মাত্র ২ দিনের এই আয়োজন নিয়ে ভারতীয়দের আগ্রহের শেষ নেই। বিশ্বের অনেক তারকা খেলোয়াড়ের সঙ্গে এতে অংশ নেবেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার।
অাইটিপিএল উপলক্ষ্যে ভারত সফরে খেলার পাশাপাশি দেশটি ঘোরাও হবে। তাই এ বিষয়ে ভারতীয় ভক্তদের সহযোগিতা চেয়ে ফেদেরার টুইটারে লিখেন, 'আমার ভারতীয় ভক্তদের কাছে একটা বিষয়ে সহযোগিতা চাই। কয়েকদিনের জন্য দিল্লি যাচ্ছি, চাইলেও তখন অনেক সুন্দর জায়গায় হয়ত ঘুরতে যেতে পারব না। আপনারা একটু জানান, কোথায় কোথায় যাওয়া যেতে পারে। এক্ষেত্রে হ্যাশট্যাগ ‘ফটোশপআরএফ’-এর সহায়তা নিতে পারেন। আপনারা যদি ছবি পাঠান আমি তাহলে সেরা ছবি বেছে নিয়ে ‘রিটুইট’ করব।'
তারপর থেকে শত শত ভক্ত ফটোশপের সহায়তা নিয়ে পাঠাচ্ছেন দারুণ মজার সব ছবি। কোথাও ফেদেরারকে দেখা যাচ্ছে হাতির পিঠে চড়ে দিব্যি ঘুরে বেড়াতে। আবার কোনো ছবিতে হয়ত আগ্রার তাজমহলের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। এক ভক্তের ছবিতে ফেদেরার বানর নাচাচ্ছেন। ছবির ক্যাপশন, বাজাও মেরে বান্দর কে নাম পে তালি! আরেক ভক্তের কল্পনায় ‘ডান্ডিয়া’ নাচছেন টেনিসের সুইস এ সুপারস্টার। ভক্তদের কাছ থেকে মজাদার সাড়া পেয়ে ফেদেরারও খুশি!
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ