ব্রাজিলিয়ান তারকা হাল্ক আবারো দেশটির জাতীয় দলের হয়ে মাঠে নামার ইচ্ছা ব্যক্ত করেছেন। ২০১৮ সালে দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি। আর সে সময় এখনো রয়েছে বলেই হাল্কের বিশ্বাস।
২৮ বছর বয়সী হাল্ক সাবেক কোচ লুইজ ফেলিপ স্কলারির বিশ্বকাপ স্কোয়াডে দলে ছিলেন। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার পর দলের নতুন কোচ হিসেবে স্কলারির উত্তরসূরি হন কার্লোস দুঙ্গা। আর দুঙ্গার ঘোষিত দলে সুযোগ হয়নি তার।
বিশ্বকাপের পর কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতে ম্যাচে মাঠে নেমেছিল দুঙ্গার ব্রাজিল। দুটি ম্যাচেই ইনজুরির কারণে জায়গা হয়নি হাল্কের। এবার তারা খেলতে নামেছে আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য ঘোষিত দলেও নেই হাল্কের নাম।
হাল্ক বলেন, ‘চার থেকে পাঁচ সপ্তাহের জন্য আমি চোটের কারণে মাঠের বাইরে ছিলাম। গত ১০ দিন ধরে আমি নয় ঘন্টা করে থেরাপি নিচ্ছি। তাই বলতে পারি দ্রুতই আমি মাঠে ফিরে আসতে পারব।’
এবারের ঘোষিত দলে না থাকার প্রসঙ্গে তিনি প্রসঙ্গে বলেন, ‘আমার সঙ্গে দুঙ্গার কোনো কথা হয়নি। তিনি আমার ইনজুরির ব্যাপারে কোনোরকম খোঁজ খবর করেননি। আমি রাশিয়াতে চিকিৎসা নিচ্ছি আর দল ঘোষণা হয়েছে ব্রাজিলে। দল ঘোষণার পর আমি জানতে পারি যে, দল থেকে আমি বাদ পড়েছি।’
হাল্ক আরো বলেন, ‘আমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছি। দুঙ্গার প্রতি সম্মান রেখেই বলছি, শেষবার দল ঘোষণার আগে দুঙ্গা আমাকে নিয়ে ভাবতে পারতেন। আমাকে একটি সুযোগ দিতে পারতেন। আমি তার পরের ডাকের অপেক্ষায় থাকব।’ উল্লেখ্য, হাল্ক ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪১ টি ম্যাচ খেলেছেন।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ