জার্মান লিগ বুন্দেসলিগায় দারুণ এক রেকর্ড হয়েছে। এটি করেন স্পেনিশ তারকা জাবি আলোনসা। বায়ার্ন মিউনিখের হয়ে নিজের পঞ্চম ম্যাচে ২০৬টি পাস খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। জার্মান লিগে এই মুহূর্তে এক ম্যাচে সবচেয়ে বেশি পাস খেলার রেকর্ড রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা খেলোয়াড়ের। এফসি কোলনের বিপক্ষে ২০৬ টি পাস খেলার অনন্য রেকর্ড করেছেন বায়ার্ন তারকা জাবি আলোনসা।
আলোনসার নির্ভুল পাস প্রভাব ফেলেছে ম্যাচের ভাগ্য নির্ধারণেও। প্রতিপক্ষ এফসি কোলনকে ২-০ গোলে হারায় বায়ার্ন।
গত শনিবার এফসি কোলনের বিপক্ষে ম্যাচে জাবি পুরো ৯০ মিনিটে পাস খেলেছেন ২০৬টি। জাবির জন্য কৃতিত্বের হলো এই ২০৬টি পাসের মধ্যে সাফল্যের মুখ দেখেছে ১৯৬টিই। জাবির আগে এই রেকর্ড ছিল থিয়াগো আলসান্ত্রার দখলে। বল পাসে আলসান্ত্রাকে অবশ্য অনেক পেছনে ফেলেছেন জাবি। ১৮৫টি পাস খেলেই এর আগের রেকর্ডটি গড়েছিলেন আলসান্ত্রো। যার মধ্যে সফল ছিল ১৫৯টি।
জাবির এই সাফল্যে রীতিমতো মুগ্ধতা ঝরেছে বায়ার্ন কোচ পেপ গার্দিওলার কণ্ঠে, ‘কী অসাধারণ খেলাটাই না খেলল জাবি। ওর কাছ থেকে অন্যদের শেখার আছে অনেক কিছুই।’ সূত্র: ইনসাইড স্প্যানিশ ফুটবল
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ