ক্যামেরা চুরির দায়ে বড়সড় জরিমানার মুখে পড়েছেন জাপানি সাঁতারু নাওয়া টমিটা। এজন্য তিনি গ্রেফতারও হয়েছিলেন তিনি। তবে ৯৫০ ডলার জরিমানা দিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচিওন থেকেই বিতাড়িত হওয়ার পথে। এক সাংবাদিকের ক্যামেরা চুরি করেন নাওয়া।
এ ঘটনায় চরম বেকয়দায় পড়েছেন জাপানের এই সাতারু। নাওয়ার পক্ষে জরিমানার টাকা জমাও দিয়েছেন তার আইনজীবী। কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশও পেয়েছেন নাওয়া।
এদিকে, ক্যামেরা চুরির অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। সংশ্লিষ্ট জায়গার ক্লোজড সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখেই ধরা পড়েন নাওয়া।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ