পার্থ স্কোরর্সের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের দল লাহোর লায়ন্স।
আজ বেঙ্গালুরের চিন্নস্বামী স্টেডিয়ামে ৩ উইকেটে হেরে বিদায় নিল তারা।
সমীকরণটা বেশ কঠিনিই ছিল লাহোরের সামনে। ১৩৬ রান করার পাশাপাশি কমপক্ষে ৪৭ রানে জিততে হতো তাদের। কিন্তু দিন শেষে ব্যর্থ লাহোর দল সেটা করে দেখাতে পারেনি। ফলে বিদায় নিতে হচ্ছে তাদের। আর এতে সুবিধাটা পেয়ে গেছে চেন্নাই সুপার কিংস। সেমিফাইনালে নাম লেখিয়েছে তারা।
টসে জিতে অস্ট্রেলিয়ার দল পার্থ স্কোরারস ফিল্ডিংয়ের সিদদ্ধান্ত নেয়। ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায় লাহোর। মাত্র ১১ রানের মাথায় তারা হারায় নাসির জামসেদ, উমর সিদ্দিক, মোহাম্মদ হাফিজ ও ওহাব রিয়াজকে। তারপর সাদ নাসিম ও উমর আকমলের জুটিতে কিছুটা স্বস্তিতে ফেরে লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন সাদ নাসিম। এছাড়া ওমর আকমল (২৬) ও মোহাম্মদ সাঈদ (২০) ছাড়া কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছুতে পারেনি। ফলে ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।
পার্থ স্কোরারসের পক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন প্যারিস। এছাড়া মার্শ ২ উইকেট ও হগ ১ উইকেট করে নেন।
জবাবে এক ওভারে হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নরা। শুরুতে ধাক্কা খেলেও মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় পার্থ। ৩৪ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাট হাতে নামেন মার্শ। তারপর মাত্র ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছয়ে ম্যাচ জেতানো ৬৩ রান করেন তিনি। এছাড়া ব্রাড হগ ২৮ ও ক্যামেরুন বেনক্রফট ২২ রান করেন।
লাহোরের পক্ষে ২ উইকেট করে নেন হাফিজ ও ইকবাল। এছাড়াও একটি করে উইকেট পার আইজাজ চিমা ও সাদ নাসিম। তবে জয় পেলেও বিদায় নিতে হয়েছে পার্থ স্কোরার্সকে। কারণ আগেই টানা হারে বিদায় নিশ্চিত হয়েছিল তাদের।