উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে বিপদেই আছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্ব পাড়ি দেওয়াই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিয়েগো সিমিওনের সামনে। গ্রুপে জুভেন্টাস এই গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকসের মতো দল থাকায় অ্যাটলেটিকোর জন্য নকআউট পর্ব নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়েছে। তবে এরপরও আশাবাদী দিয়েগো সিমিওনে। আজ জুভেন্টাসের বিপক্ষে জয় দিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লড়াইয়ে ফিরতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্ট ক্যালডেরনে আজ মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো-জুভেন্টাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, লিভারপুল এবং বুরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাব। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আজ বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস র্যাজগ্রাদের মুখোমুখি হবে। আজ জিতলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসরা। প্রথম ম্যাচে সুইস ক্লাব ব্যাসেলকে ৫-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দুর্দান্ত ফর্মে। রিয়াল মাদ্রিদ ভক্তদের চিন্তার তেমন কিছু নেই। এরই মধ্যে মৌসুমে ৯ ম্যাচে ১৩ গোল করেছেন এ পর্তুগিজ তারকা। লিভারপুল আজ মুখোমুখি হবে সুইস ক্লাব ব্যাসেলের। এছাড়া আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তুর্কি ক্লাব গ্যালাটাসারির। মাঠে নামছে বুরুসিয়া ডর্টমুন্ড এবং বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টও। তাছাড়া মুখোমুখি হচ্ছে অলিম্পিয়াকস-ম্যালমো, বায়ার লেভারকুজেন-বেনফিকা এবং জেনিত-মোনাকো। অ্যাটলেটিকো মাদ্রিদ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হয়েছিল গত শতকের ষাটের দশকে। ইন্টার সিটিস ফেয়ারস কাপে দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছিল। জুভেন্টাস এর মধ্যে চারবারই জিতেছিল। অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেয়েছে এক ম্যাচে। তবে গত চার দশকে ফুটবলে অনেক কিছুই বদলে গেছে। জুভেন্টাস ইতালিতে সেরা হলেও ইউরোপীয়ান প্রতিযোগিতায় আগের ধার আর দেখাতে পারছে না। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম বার্সা-রিয়ালের সঙ্গেই উচ্চারিত হচ্ছে বর্তমানে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে ফাইনাল খেলেছে তারা। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে টপকে জয় করেছে লা লিগার শিরোপা। দুই দলই অবশ্য দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। চলতি মৌসুমে এখনো পর্যন্ত জুভেন্টাসের গোলবার অক্ষত রয়েছে। বার্সেলোনার মতো তাদেরকেও কোনো গোল হজম করতে হয়নি চলতি মৌসুমে।
ওল্ড লেডিদের প্রতিপক্ষের তালিকায় গত কয়েকদিনে ছিল এসি মিলানের মতো দলও। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও কম করছে না। কিছুদিন আগেই তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। তবে জুভেন্টাসের মতো নিজেদের গোলবার অক্ষত রাখতে পারেনি রোজি ব্ল্যাঙ্কোসরা। আজকের লড়াইয়েই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে দুই দলকে।
শিরোনাম
- ২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে বিদ্যুৎ খরচ কত?
- আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- কিউই জার্সিতে ১৭ ম্যাচ খেলা ব্রুস খেলবেন স্কটল্যান্ড দলে
- ঢাকার বাতাস আজ 'মাঝারি' মানের, বায়ুদূষণে বিশ্বে ৫৩
- ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
- মেট্রো স্টেশনের নিচে এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী
- ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা
- বাংলাদেশ থেকে ভারতে পাচারের পর তিন মাসে ২২৩ বার ধর্ষণ
- আন্তর্জাতিক নেকড়ে দিবস আজ
- নিজেদের মাটিতে পাকিস্তানকে লজ্জায় ডুবালো উইন্ডিজ
- তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি
- হাতছাড়া হচ্ছে মধ্যপ্রাচ্য
- ৩৬ বিশ্ববিদ্যালয়ে ১৪৬ কোটি টাকার অনিয়ম
- খাদ্য নিরাপত্তায় ঘাটতি এবং মূল্যস্ফীতি
- সাংবাদিককে হয়রানি-হুমকিতে পাঁচ বছরের জেল-জরিমানা
- বন্ধ ৩৫৩ কারখানা, লক্ষাধিক বেকার
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি
- সিরিয়ার আল কারামাহকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস
- সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলো জাপানের ১১০ সদস্যের বিনিয়োগকারী দল
অ্যাটলেটিকোর সামনে জুভেন্টাস
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর