বিশ্বের আলোচিত ক্রিকেট ভেন্যুগুলোর একটি ইডেন গার্ডেন। অসাধারণ সৌন্দর্য্যের জন্য ভেন্যুটিকে ক্রিকেটপ্রেমীরা আদর করে ডাকেন 'নন্দন কানন ইডেন' বলে। সেই ইডেন এ বছর পা রেখেছে ১৫০ বছরে। বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামটির দেড়শ বছর পূর্তি উপলক্ষে একটি টুর্নামেন্টের আয়োজন করছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। আগামী ২৩-৩০ অক্টোবর চার দল নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির একটি দল আবার বাংলাদেশের। ভারতের সাবেক অধিনায়ক ও সিএবির বর্তমান কর্মকর্তা সৌরভ গাঙ্গুলী চেয়েছেন, বাংলাদেশের একটি দল অংশ নেক টুর্নামেন্টে। ভারতের সাবেক অধিনায়কের অনুরোধে বিসিবি একটি দল পাঠাবে সেখানে। এজন্য প্রিমিয়ার ক্রিকেট লিগ পিছিয়ে ২ নভেম্বর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হবে যথারীতি ১৮ অক্টোবর। টুর্নামেন্টের বাকি তিন দল মুম্বাই, কর্নাটক ও এমসিসি। ৃপ্রিমিয়ার ক্রিকেটের এবারের দলবদল হয়েছে দুই ধাপে। ১০ ও ১১ আগস্ট প্রথম ধাপের দলবদলে অংশ নেন পুলের ক্রিকেটাররা। বাকি ক্রিকেটাররা অংশ নেন ২৭, ২৮ আগস্ট। সিদ্ধান্ত ছিল ১০ অক্টোবর লিগ শুরুর। কিন্তু ঈদের জন্য সেটা পেছানোর চিন্তা ভাবনাও ছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম)। এখন পেছানো হচ্ছে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর অনুরোধে। লিগ পেছানোর ব্যাখ্যায় বিসিবি সভাপতি বলেন, 'ইডেন গার্ডেনের দেড়শ বছর পূর্তি উপলক্ষে সৌরভ গাঙ্গুলী অনুরোধ করেছেন একটি দল পাঠাতে। সেখানে কর্নাটক, মুম্বাইয়ের মতো শক্তিশালী দল খেলবে। তাই যেনতেন মানের একটি দল পাঠানো উচিত হবে না। টুর্নামেন্টটি যখন হবে, তখন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চলবে। এজন্য জাতীয় দল পাঠানো সম্ভব নয়। তাই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে লিগ ২ নভেম্বর শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে বেশ কিছু ভালোমানের ক্রিকেটার দিয়ে বাংলাদেশ 'এ' দল পাঠানো যাবে।' অ্যান্টিকরাপশন কমিটি এবারের প্রিমিয়ার লিগ থেকেই নিজেদের কাজ শুরু করবে। পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্তই গৃহীত হয়েছে কাল। এছাড়া ভবিষ্যতে যাতে কোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের সৃষ্টি না হয়, সেজন্য আসন্ন ঘরোয়া লিগ থেকেই মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই সিদ্ধান্ত এরমধ্যেই ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হন অফ স্পিনার সোহাগ গাজী ও পেসার আল-আমিন। তাই এমন সতর্কতা। এছাড়া স্টিং অপারেশনে বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে নাদির শাহ'র উপর যে ১০ বছরের নিষেধাজ্ঞা ছিল, সেটা বহাল রেখেছে ক্রিকেট বোর্ড।
শিরোনাম
- ২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে বিদ্যুৎ খরচ কত?
- আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- কিউই জার্সিতে ১৭ ম্যাচ খেলা ব্রুস খেলবেন স্কটল্যান্ড দলে
- ঢাকার বাতাস আজ 'মাঝারি' মানের, বায়ুদূষণে বিশ্বে ৫৩
- ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
- মেট্রো স্টেশনের নিচে এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী
- ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা
- বাংলাদেশ থেকে ভারতে পাচারের পর তিন মাসে ২২৩ বার ধর্ষণ
- আন্তর্জাতিক নেকড়ে দিবস আজ
- নিজেদের মাটিতে পাকিস্তানকে লজ্জায় ডুবালো উইন্ডিজ
- তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি
- হাতছাড়া হচ্ছে মধ্যপ্রাচ্য
- ৩৬ বিশ্ববিদ্যালয়ে ১৪৬ কোটি টাকার অনিয়ম
- খাদ্য নিরাপত্তায় ঘাটতি এবং মূল্যস্ফীতি
- সাংবাদিককে হয়রানি-হুমকিতে পাঁচ বছরের জেল-জরিমানা
- বন্ধ ৩৫৩ কারখানা, লক্ষাধিক বেকার
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি
- সিরিয়ার আল কারামাহকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস
- সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলো জাপানের ১১০ সদস্যের বিনিয়োগকারী দল
গাঙ্গুলির প্রস্তাবে বিসিবির সাড়া
প্রিমিয়ার ক্রিকেট শুরু ২ নভেম্বর
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর