বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা খেলোয়াড় নোভাক জোকোভিচ। উদীয়মান কানাডিয়ান খেলোয়াড় মিলস রাওনিককে আজ ৭-৬ [৫], ৬-৪, ৬-২ গেমে হারিয়ে সেমিতে উঠেন তিনি। এ নিয়ে সব মিলিয়ে ২৫তম বারের মতো গ্রান্ড স্ল্যামের শেষ চারে পৌঁছলেন জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে সুইস তারকা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কার মুখোমুখি হচ্ছেন তিনি। এর আগে আজ অপর এক কোয়ার্টার ফাইনালে ভাভরিঙ্কা জাপানি তারকা খেলোয়াড় কেই নিশিকোরিকে ৬-৩, ৬-৪, ৭-৬ [৬] গেমে হারিয়ে সেমিতে পৌঁছেন। খবর দ্য হিন্দুর
সার্বিয়ান জোকোভিচ এ পর্যন্ত চারবার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন। তাই পঞ্চম শিরোপা জয় থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে আছেন তিনি। গত বছর টুর্নামেন্টের কোয়ার্টারফাইনালে ভাভরিঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছিলেন জোকোভিচ। এবার হয়তো এরই প্রতিশোধ নিতে চাইবেন তিনি।
এদিকে, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে স্পেনিশ তারকা খেলোয়াড় রাফায়েল নাদালকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন ভাভরিঙ্কা।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ২০১৫/শরীফ