ডা. ডেভিড ইয়াংকে হাঁটুর বর্তমান অবস্থা দেখাতে দলের সঙ্গে যাননি তামিম ইকবাল। একদিন পর তিনি ঢাকা ছাড়েন। বিশ্বকাপ মিশনকে সামনে রেখে ব্রিসবেন যান মাশরাফিরা শনিবার রাতে। তামিম মেলবোর্ন যান রবিবার। মেলবোর্নে তিনি হাঁটু দেখান এবং শেষ ইনজেকশনটি নেন। ইনজেকশন নেওয়ার পর কাল বিকেলে দলের সঙ্গে ব্রিসবেনে ক্যাম্পে যোগ দেন। তবে অনুশীলন করেননি। আজ থেকে অনুশীলনের কথা বাঁ হাতি ওপেনারের। দলের সঙ্গে তামিমের যোগ দেওয়ার কথা মোবাইলে ব্রিসবেন থেকে জানান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। কোচ চন্ডিকা হাতুরাসিংহেসহ পুরো দল তামিমের ফিটনেসের দিকে তাকিয়ে আছেন। ২৪ জানুয়ারি ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি। ক্রিকেট মহাযজ্ঞ শুরুর দুই সপ্তাহ আগে মাশরাফিদের দেশ ছাড়ার কারণ, অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। এই ক্যাম্প চলাকালীন ১ ও ৩ ফেব্রুয়ারি টাইগাররা দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে। এই দুই সপ্তাহের ক্যাম্পের যাবতীয় খরচ এবং ম্যাচ দুটির প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিবে ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে ক্যাম্পের খরচ প্রায় ৮৫ লাখ টাকা। দলের সঙ্গে ঢাকা ছাড়েননি সাকিব আল হাসান। বিগ ব্যাশ টি-২০ টুর্নামেন্ট খেলার জন্য আগে থেকেই অস্ট্রেলিয়া অবস্থান করছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দলের সঙ্গে যোগ দেন সোমবার। দুদিন দলের সঙ্গে অনুশীলনও করছেন। বাঁ হাঁটুতে ইনজেকশন নিয়ে কাল দলে যোগ দেন তামিম। মোবাইলে তামিমের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন টিম ম্যানেজার সুজন, 'তামিম দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখনই তার ফিটনেস নিয়ে কিছু বলা ঠিক হবে না।' যোগ দিলেও অনুশীলন করেননি। খুবই প্রাণবন্ত অনুশীলন করছেন ক্রিকেটাররা বলেন টিম ম্যানেজার, 'খুবই ভালো অনুশীলন করছেন ক্রিকেটাররা। সবাই খুব আত্দবিশ্বাসের সঙ্গেই অনুশীলন করছেন।' তামিম যোগ দিলেও পূর্ণ রিদমে অনুশীলন করতে পারবেন কি না, এখনই নিশ্চিত নয়। তার ফিটনেসের দিকে পাখির চোখে তাকিয়ে আছেন কোচ হাতুরাসিংহে।