মাফ চেয়ে পার পেলেন না বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছেলা লিগার শৃঙ্খলা কমিটি।
গত শনিবার রাতে কর্দোবার বিপক্ষে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে মেরেছেন। ম্যাচে ওই কাণ্ডের জন্য লাল কার্ডও দেখেছিলেন রোনালদো। পরে নিজের ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু শাস্তি এড়াতে পারলেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। অমন বাজে আচরণের জন্য তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগার শৃঙ্খলা কমিটি। এর ফলে খেলতে পারবেন না লিগে সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব