নেইমারের জোড়া গোলে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের ফলে দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে উঠলো বার্সা।
শুরুতেই স্বাগতিকদের পক্ষে গোল করে আনন্দের বার্তা বয়ে আনেন ফার্নান্দো তোরেস। কিন্তু ম্যাচের মাত্র নয় মিনিটের মাথায় নেইমারের দেওয়া গোলে সমতা ফিরে আসে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় আতলেতিকো। মাসচেরানো নিজেদের ডি বক্সে প্রতিপক্ষের ডিফেন্ডার হুয়ানফ্রানকে ফাউল করলে পেনাল্টি পায় আতলেতিকো। তা থেকেই গোলটি করেন স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া। কিন্তু ৩৮ মিনিটের মাথায় মিরান্ডার আত্মঘাতি গোলে আবারও ম্যাচে সমতা ফেরে। এরপর প্রথমার্ধেই নেইমারের দ্বিতীয় গোলে এগিয়ে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে কেউ আর গোলের দেখা পায়নি। বরং ঘটেছে সব অঘটন। এ সময় ধাক্কাধাক্কির সঙ্গে ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। দ্বিতীয়ার্ধে লাল কার্ডসহ যে ১০টি হলুদ কার্ড পেয়েছেন তারও সাতটিই অ্যাটলেটিকোর।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব