মেসি-নেইমার জাদুতে কোপা দেল রে'র দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম লেগেও ১-০ গোলে জিতেছিল কাতালানরা। তাই দুই লেগ মিলে ৪-২ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। একাই দুই দুটি গোল করেছেন বার্সার ব্রাজিলিয়ান স্টাইকার নেইমার। তবে গোল না পেলেও মেসির ঝলক ছিল চোখে পড়ার মতো। নেইমারের দুই গোলেরই নেপথ্য কারিগর আর্জেন্টাইন তারকা। তবে দ্বিতীয় লেগের ম্যাচে উত্তেজনা ছিল পরতে পরতে। তবে অখেলোয়াড়িসূলভ আচরণের জন্য মনে রাখবেন দর্শকরা। এই ম্যাচে দুই দুটি লাল কার্ডের পাশাপাশি ১০টি হলুদ কার্ডও দেখেছেন দুই দলের খেলোয়াড়রা। তবে এই ম্যাচে শুরু থেকেই উত্তেজিত ছিলেন অ্যাথলেটিকোর খেলোয়াড়রা। এ কারণে দুটি লাল কার্ডসহ ৭টি হলুদ কার্ড দেখেছে অ্যাথলেটিকোর খেলোয়াড়রা। ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন ফার্নান্দো তোরেস। ৯ মিনিটে দারুণ একটি গোল করে সমতা ফেরান নেইমার। ৩০ মিনিটে রাউল গার্সিয়া পেনাল্টি থেকে গোল করে আবারও অ্যাথলেটিকোকে এগিয়ে দেন। তবে রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, বার্সার ডি-বক্সে বাইরে ফাউল হয়েছিল, কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে এরপর একবার নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে অ্যাথলেটিকো। ডি-বক্সে মধ্যে বার্সার ডিফেন্ডার জর্দি আলবার হাতে লাগার পরও তা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। ৩৮ মিনিটে মিরান্ডার আত্দঘাতী গোলে সমতায় ফেরে বার্সা। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। দ্বিতীয়ার্ধে গোল পায়নি কোনো দলই।