অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককে ফাইনালে উঠেছে দুই শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার মারিয়া শারাপোভা। সেমিফাইনালে দুই টেনিস কন্যাই সরাসরি সেটে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছেন। শেষ চারের ম্যাচে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী অবাছাই ম্যাডিসন কেইস। মার্কিন তরুণী কেইসের কাছে হেরেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিতে হয়েছিল সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামকে। কাল সেই কেইসকে যেন পাত্তাই দিলেন না সেরেনা। একটু যা লড়াই হয়েছিল প্রথম সেটে। টাইব্রেকারে সেটটি ৭-৬ গেমে জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটে প্রতিপক্ষ কেইসকে লড়াই করার সুযোগ দেননি। ৬-২ গেমে জিতে পৌঁছে যান ফাইনালে। রাশান সুন্দরী শারাপোভা ফাইনালে ওঠার পথে প্রতিপক্ষ দশম বাছাই একতেরিনা মাকারোভাকে উড়িয়ে দিয়েছেন। দুই সেটে ৬-৩ ও ৬-২ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেছেন। সর্বশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা।