বাঁ হাঁটুতে ইনজেকশন দেওয়ার পর বুধবার বিকালে ব্রিসবেন ক্যাম্পে যোগ দেন তামিম ইকবাল। যোগ দিলেও সেদিন অনুশীলন করেননি। কাল অনুশীলনে যোগ দিয়ে ব্যাটিং করেন। হালকা দৌড়াচ্ছেনও। তবে স্প্রিন্ট টানেননি। ব্রিসবেন থেকে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন তামিমের ব্যাটিং করার বিষয়টি নিশ্চিত করেন। বাঁ হাতি ড্যাসিং ওপেনারের উন্নতিতে সন্তুষ্ট চন্ডিকা হাতুরাসিংহের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট। ২৪ জানুয়ারি ব্রিসেবেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মাশরাফিরা। দলের সঙ্গে একত্রে যাননি তামিম ও সাকিব আল হাসান। বিগ ব্যাশ খেলতে সাকিব আগে থেকেই অবস্থান করছেন অস্ট্রেলিয়া। বিশ্বসেরা অলরাউন্ডার দলের সঙ্গে যোগ দেন সোমবার। বুধবার যোগ দেন তামিম। তামিম দলের সঙ্গে না যেয়ে একদিন পর যান মেলবোর্ন। সেখানে হাঁটুতে ইনজেকশন দেন। বাঁ হাঁটুর মিনিসকাসের অস্ত্রোপচারের পর তিনটি ইনজেকশন নেন তামিম। শেষ ইনজকেশনটি নেওয়ার পর কাল ব্যাটিং শুরু করেন। ব্রিসবেন থেকে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, 'তামিম ব্যাটিং অনুশীলন করেছেন। তবে বোলিং মেশিন কিংবা সিমুলেশনে নয়। তিনি ব্যাটিং করেছেন বোলারদের বিপক্ষে। ভালো ব্যাটিং করেছেন।' ব্যাটিং করার আগে দলের সঙ্গে দৌড়াচ্ছেন। তবে রানিং করেননি জানান সুজন, 'রানিং ছাড়া অনুশীলনের বাকি সবই করেছেন। তামিম ছাড়া দলের বাকি সবাই খুব ভালো ব্যাটিং করছেন। সবাই উদ্দীপ্তও।' অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা দুই সপ্তাহের ক্যাম্প করছেন ব্রিসবেনে। অনুশীলন করছেন অ্যালান বোর্ডার ওভালে। এখানেই ১ ও ৩ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ। এই দুটি প্রস্তুতি ম্যাচে তামিমকে খেলাতে চাইছেন কোচ হাতুরাসিংহে। এই ম্যাচের জন্যই এখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা।