স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ আমির ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন। পাকিস্তানি পেসারের ওপর নিষেধাজ্ঞা ছিল চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে, আইসিসির দুর্নীতিদমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) আমিরের ঘরোয়া ক্রিকেটে খেলার নিষেধাজ্ঞা তুলে নেয়। দুবাইয়ে আইসিসির বোর্ড মিটিং শেষে জানানো হয়, 'আকসু চেয়ারম্যান আইসিসির দুর্নীতিদমন আইনের ৬.৮ ধারা অনুসারে আমিরের আচরণে মুগ্ধ হয়ে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে সুপারিশ করেছেন।' ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের কারাদণ্ড হয়েছিল। কিন্তু আমিরের বয়স কম থাকায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি। ৬ মাস কিশোর সংশোধনাগারে থাকতে হয়েছিল। আর ৫ বছরের জন্য ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।