আইপিএল’র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ছয় উইকেটের দাপুটে জয় পেয়েছে দিল্লি। শ্রেয়াস আয়ারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ২০ বল হাতে রেখেই তারা জয় নিশ্চিত করে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে মাত্র ১২০ রানের টার্গেট দেয় চেন্নাই।
সহজ জয়ের লক্ষ্যটা সহজেই টপকে যায় ডুমিনি-যুবরাজরা। মাত্র তিন রান করে ওপেনার কুইন্টন ডি কক আউট হলেও অপর প্রান্তে হার না মানা ৭০ রানের (৪৯ বল) অসাধারণ ইনিংস খেলেন আয়ার। যুবরাজ সিংহের ব্যাট থেকে আসে ৩২ রান।
চেন্নাইয়ের হয়ে ঈশ্বর পান্ডে ও পাওয়ান নেগি দু’টি করে উইকেট লাভ করেন।
এর আগে জহির খান-আলবি মরকেলদের বোলিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে মাত্র ১১৯ রান করতে সমর্থ হয় ধোনি-ম্যাককালামরা। সর্বোচ্চ ২৯ রান করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ২৭ রান।