আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সেই সফরে এসে বোলিং করে নিজের শক্তি অপচয় করতে আগ্রহী নন তাদের পেসার ডেল স্টেইন। এ সম্পর্কে ‘উইজডেন ইন্ডিয়া’ কে দেওয়া সাক্ষাৎকারে স্টেইন বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বাংলাদেশের বিপক্ষে কিছু বল অপচয় না করে, বড় বড় টুর্নামেন্টের জন্য আমি নিজেকে জমিয়ে রাখতে চাই!’
কিন্তু সেই সাক্ষাৎকারে ব্যবহার করা ‘‘অপচয়’ শব্দটি নিয়ে আপত্তি তুলেছেন অনেকেই। এদের অনেকেই আবার কড়া ভাষায় সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার এই গতি তারকার। আবার কেউ কেউ এই প্রশ্নও তুলে দিয়েছেন যে, দেশকে নিয়ে যদি এতই ভাবেন, তাহলে আইপিএলে খেলতে গেলেন কেন? সেখানে শক্তির খরচ বা অপচয় কি হয়?
টুইটারে কাল অবশ্য ওই সাক্ষাৎকারের একটি ব্যাখ্যা দিয়েছেন স্টেইন। সেখানে তিনি বলেন, ‘সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমি যা বলেছি তা কেউ কেউ ভুল বুঝেছেন....আপনারা আহত বোধ করে থাকলে ক্ষমা চাইছি। তবে দয়া করে সাক্ষাৎকারটি আবার পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। শান্তি বর্ষিত হোক।’ তবে এতে মন গলেনি বাংলাদেশি সমর্থকদের বরং সেখানে রওশন আলম নামের একজন স্টেইনকে উদ্দেশ করে বলেন, “আমি পুরো লেখাটি পড়েছি এবং আপনি যেটা আসলে বোঝাতে চেয়েছেন আমি বুঝতেও পেরেছি। কিন্তু আপনার ব্যবহার করা ‘অপচয়’ শব্দটা অবশ্যই অপমানজনক।”
প্রথম টুইটারে বাংলাদেশ দলের সমর্থকদের মন গলাতে না পেরে পরে স্টেইন আরেকটি টুইট করেন, ‘আপনারা একটা শব্দের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন। পুরো লেখাটি পড়ুন। এটা আপনাদের দল নিয়ে নয়, আমার ক্যারিয়ার নিয়ে।’
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৫/মাহবুব