ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৯৯০ মার্কিন ডলার বা ৭৭ হাজার টাকা। কিন্তু সামনের মৌসুমে ইউরো কাপের ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা, অর্থাৎ ৮৯৫ ইউরো বা এক হাজার মার্কিন ডলার। গতকাল আয়োজক কমিটি এই ঘোষণা দিয়েছে। ২০১৬ সালে ইউরোর আসর বসবে ফ্রান্সে।
অবশ্য সর্বনিম্ন ২৫ ইউরোতেও টিকিট কিনতে পারবেন দর্শকরা। আর এই দামে বিক্রি করা হবে আড়াই লাখ টিকিট। এ সম্পর্কে ইউরো আয়োজক কমিটির চেয়ারম্যান জ্যাক ল্যাম্পার্ট বলেছেন, '৫১টি ম্যাচের মধ্যে ৪৩টি ম্যাচের জন্য আমরা টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছি ২৫ ইউরো। আশা করছি এই মূল্যের টিকিট দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ খেলা দেখতে স্টেডিয়ামে আসবে।' জুনের ১০ তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে। অন লাইন লটারির মাধ্যমে এক মিলিয়ন টিকিট বিক্রয় করা হবে। চলবে ১০ জুলাই পর্যন্ত। এছাড়া ডিসেম্বরে ড্র অনুষ্ঠানের পরে বাছাইকৃত দলগুলোর সমর্থকদের মধ্যে ৮ লাখ অতিরিক্ত টিকিট ছাড়া হবে। ফ্রান্সের বসবাসরত নিম্নবিত্ত পরিবারের বাচ্চাদের জন্য বিশ হাজার আসন বরাদ্দ রাখবে ইউয়েফা।