কার্লোস তেভেজের পারফরম্যান্সে মন ভরেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। তাই জুভেন্টাসের তারকা ফুটবলারকে ফের আলবিসেলেস্তা দলে সুযোগ পেয়েছেন। একইভাবে সুযোগ পেয়েছেন ব্রাজিলিয়ান দলে বর্ষীয়ান স্ট্রাইকার কাকা। ৩০ বছর বয়স্ক ব্রাজিলিয়ান দলের সর্বশেষ খেলেন গত অক্টোবরে। তবে বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। রিয়াল মাদ্রিদসহ খেলেছেন এসি মিলান, ইন্টার মিলানে খেলেছেন কাকা। এখন খেলেন ঘরোয়া দল সাওপাওলোতে। আগামী ১১ জুন থেকে শুরু হওয়া কোপা আমেরিকা কাপের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। সঙ্গে ডাক পেয়েছেন উদীয়মান তারকা ফিলিপ অ্যান্ডারসন। তবে জায়গা হয়নি বার্সার তারকা রক্ষণভাগের খেলোয়াড় দানি আলভেসের। ইনজ্যুরির জন্য ডাকা হয়নি মধ্যমাঠের খেলোয়াড় অস্কারকে। প্রাথমিক দল ঘোষণা করলেও চূড়ান্ত দলের জন্য একটু অপেক্ষা করছেন কোচ কার্লোস দুঙ্গা। অবশ্য জুন মাসের মধ্যে ঘোষণা করার কথা চূড়ান্ত দল।
আগামী ১১ জুন বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টটি শুরু হচ্ছে চিলিতে। ব্রাজিল খেলবে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার গ্রুপে।
গোলরক্ষক : আলভেস, গ্রোহে, জেফারসন, নেটো।
রক্ষণভাগ : ড্যানিলিও, লুইজ, ফ্যাবিয়ানো, ফিলিপে লুইস, মার্সেলো, মারকুইনিয়োস, মিরান্দা, চিয়াগো সিলভা, জিল।
মধ্যমাঠ : ফিলিপ অ্যান্ডারসন, কাসেমিরো, ফিলিপে কৌচিনিয়ো, এলিয়াস, ফার্নানদিনিয়ো, ফ্রেদ, লুইস গুস্তাভো, রাফিনিয়া, এভারটন রিবেইরো , উইলিয়ান।
স্ট্রাইকার : দগলাস কস্তা, লিয়েনদ্রো দামিয়াও, রবের্তো ফিরমিনো, কাকা, নেইমার, রবিনহো, দিয়েগো টারদেল্লি।