ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ করতে নতুন নতুন পরিকল্পনা কষছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিকল্পনায় জাতীয় দলের পাইপ লাইন শক্তিশালী করতে ক্রিকেটার তৈরির পরিকল্পনা করেছে। এছাড়াও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা যে পুনরায় জাতীয় দলে ফিরতে পারেন, সেজন্য পুনরায় চালু করছে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপিইউ)। এইচপির কার্যক্রম শুরু হবে জুনের প্রথম সপ্তাহে। আগামী সপ্তাহে কোন কোন ক্রিকেটার নিয়ে কাজ শুরু করবে এইচপির নতুন কোচ পল টেরি, সেটা ঠিক করে দিবে ক্রিকেট বোর্ড এবং এইচপির কার্যক্রম কি হবে, সেটাও ঘটা করে জানাবে সংবাদ সম্মেলন করে।
এইচপির কার্যক্রম শুধু টেরি দেখবেন না, জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে, বোলিং কোচ হিথ স্ট্রিক, ম্যানেজার খালেদ মাহমুদও দেখবেন। পল টেরিকে ১০০ দিনের জন্য খণ্ডকালীন নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রীড়া উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম বলেন, 'জুন মাসে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম। এজন্য বিদেশ থেকে খণ্ডকালীন কোচও আনা হবে।'
বাংলাদেশের ক্রিকেট ইতিহাস বলছে, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের পুনরায় ফেরা খুবই কঠিন হয়ে পড়ে। কেউ আনফিট হয়ে পড়েন। কেউ ভালো খেলার স্পৃহা হারিয়ে ফেলেন। এসব যাতে না হয়, তাই জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারসহ জাতীয় দলে খেলবেন এমন প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই পরিচালিত হবে হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম।