পাকিস্তানের বিরুদ্ধে একটি সফল সিরিজের পর ক্রিকেটারদের সামনে এখন অখণ্ড অবসর। আর এই সময়টা টাইগাররা যে যার মতো করে পরিবারের সদস্যদের মধ্যে কাটাতে ব্যস্ত। আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে ভারত। কিন্তু সেটা এখনো বাকি প্রায় ১ মাস। তাই মাঝের এই ছুটি কাটাতে দেশের বাইরে ছুটছেন অনেকই। এদেরই একজন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় বেড়াতে গেছেন তামিম ইকবাল খান। গতকাল বুধবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম একটি সেলফি পোস্ট করেছেন। সাথে আছেন স্ত্রী আয়েশা সিদ্দিক। ছবিটির ক্যাপশন ছিল, ‘ছুটি উপভোগ করতে আমার প্রিয় জায়গা মালয়েশিয়ায় এসেছি।’
তামিমের মতো মুশফিকও ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক তার নিজের পেজে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে ঘোরার ছবি আপলোড করেন।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৫/মাহবুব