ইংল্যান্ড জাতীয় দলে জায়গা না হওয়ায় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার কথা ছিল ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। আগামীকাল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার কথাও ছিল কেপি-র। কিন্তু চোটের জন্য ছিটকে যেতে হল পিটারসেন। চোট এতটাই গুরুতর যে মনে করা হচ্ছে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন কেপি।
জাতীয় দলে ফেরার জন্য কঠোর অনুশীলন করছিলেন পিটারসেন। ফিরতে মরিয়াও ছিলেন তিনি। তাই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে প্রত্যাবর্তনের কোনও সম্ভবনা নেই তাই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা স্থির করেছিলেন কেপি। কিন্তু চোট পাওয়ার পরে এবারের মতো আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৫/মাহবুব