বর্তমান সময়ের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে দীর্ঘদেহী ক্রিকেটারের নাম মোহাম্মদ ইরফান। পাকিস্তানের এই পেস বোলারের উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। দীর্ঘদেহ দিয়ে তিনি দৃষ্টি কেড়েছেন সবার। তবে তাকেও হার মানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল। তবে উচ্চতায় নয়, শরীরের আকৃতিতে। মাত্র ২২ বছর বয়সি ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের উচ্চতা ৬ ফুট ১১ ইঞ্চি। তবে তার ওজন ২১১ কেজি! তার পারফরম্যান্সও ইতোমধ্যে চোখে পড়েছে অনেকের। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী তারকা ভাবা হচ্ছে তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে রাকিমের এখনো অভিষেক না হলেও এরইমধ্যে তিনি বেশ আলো ছড়িয়েছেন। ঘরোয়া ক্রিকেট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল ও ব্যাট হাতে দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স করছেন দীর্ঘদেহী এই ক্রিকেটার। অ্যান্টিগুয়া হকসবিলের হয়ে ২০১৪-১৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ ভালোই তার উচ্চতা ও ওজনের প্রতি সুবিচার করেছেন।
ঘরোয়া ক্রিকেটে লিওয়ার্ড আইসল্যান্ডস ক্রিকেট টিমের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন। তার বিভ্রান্তিকর অফ স্পিন দিয়ে জ্যামাইকার সাত-সাতটি উইকেট তুলে নিয়েছিলেন। ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষে ৮৪ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন। যেখানে ১১টি চার ও ৬টি ছক্কার মার ছিল। চলতি মৌসুমের শুরুর দিকে গায়নার বিপক্ষে তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার অর্জন করেন। ৯৬ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। সাত ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ২৭.৪৬। আর ২৯ উইকেট নিয়ে বোলিং গড় ছিল ২৬.৯৩, যা তাকে মৌসুমের শীর্ষস্থানীয় অলরাউন্ডারের তালিকায় স্থান দিয়েছে।
ভিডিওতে দেখুন রাকিমের খেলা:https://www.youtube.com/watch?v=_RIBludVkew
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৫/ এস আহমেদ