আইপিএলের আজকের খেলায় কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নেমে চমক দেখিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এই ম্যাচে ৪ ওভার বল করে সাকিব নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট, রান খরচ করেছেন মাত্র ২২।
সাকিবের শিকারে পরিণত হয়েছেন মুম্বাইয়ের ওপেনার পার্থিব প্যাটেল ও মিডলঅর্ডার ব্যাটসম্যান আমবতি রাইডু।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের স্পিন জাদুতে ৪.২ ওভারে দলীয় ২৯ রানে প্যাটেলের উইকেট হারিয়েছে মুম্বাই। পরের ওভারেই অপর ওপেনার ল্যান্ডল সিমন্সের উইকেট হারিয়েছে স্বাগতিক দলটি। ঠিক এর পরের ওভারেই সাকিব তার আঘাত হানলে দলীয় ৪৭ রানে ৩ উইকেট হারিয়েছে মুম্বাই। শেষ অবদি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে মুম্বাই।