বিয়ের পর খেলার সিডিউলের চাপে হানিমুনটা সেভাবে হয়ে ওঠেনি মুশফিকের। মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল রিফাইয়াত মন্ডিকে সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন মুশফিক। বিয়ের কিছুদিন পরই শুরু হয়েছিল টানা সিরিজ ও বিভিন্ন টুর্নামেন্টের খেলা।
জিম্বাবুয়ে সিরিজের পর এলো বিশ্বকাপ। এর পরপরই বিসিএলের ওয়ানডে আসর। এরপর পাকিস্তান সিরিজ। দলের প্রয়োজনে তাই বিরতিহীনভাবে ক্রিকেট খেলতে হয়েছে মুশফিকুর রহিমকে।
পাকিস্তান সিরিজের পর অবশেষে কিছুটা অবসর মিলল মুশফিকের। জুনে ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে মাত্র কয়েকদিনের এই সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন মুশফিক। নববধুকে নিয়ে তাই উড়াল দিলেন মালদ্বীপে।
মালদ্বীপ থেকে কয়েকটি ছবি নিজের ফেসবুকে পেইজে শেয়ার করেন মুশফিক। যেখানে বিভিন্ন লোকেশনে নিজের ছবি তোলার পাশাপাশি স্ত্রীর সাথে সেলফিও তুলেছেন তিনি। আর তা ফেসবুকে শেয়ার করেছেন ভক্তদের জন্য। ছবিগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে সেখানে লাইক, কমেন্টস আর শেয়ারের ধুম পড়ে যায়। প্রায় প্রত্যেকেই এ জুটির শুভকামনা করেছেন। সবারই প্রায় একই মন্তব্য, 'সুন্দর ছবি, সুন্দর জুটি'।
উল্লেখ্য, জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে ভারত। তার আগে কয়েকদিনের জন্য ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছে। প্রস্তুতি শুরু হবে এ মাসের শেষের দিকেই।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/ এস আহমেদ