ইতালিয়ান টেনিস ওপেন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। কনুইয়ের ইনজুরির জন্য টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ টেনিস গার্ল।
তৃতীয় রাউন্ডের আগেই এ ঘোষণা দিলেন সেরেনা। যুক্তরাষ্ট্রের তারকা সেরেনার এই রাউন্ডে খেলার কথা ছিল স্বদেশী ক্রিস্টিয়ানা ম্যাকহেলের বিপক্ষে। নিজেকে গুটিয়ে নেওয়া প্রসঙ্গে সেরেনা বলেছেন, 'টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত অত সহজ কাজ নয়। আমি কোচের সঙ্গে আলোচনা শেষেই না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সামনে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইনি।'
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৫/ এস আহমেদ