আগামী ৬ জুন বার্সালোনার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিন বার্সালোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১২ বছর ফাইনালে উঠা জুভেন্টাস। ইতিমধ্যেই ম্যাচটি নিয়ে আলোচনার তুঙ্গে বার্সার উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ আর জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার কিয়েল্লিনি। ব্রাজিল বিশ্বকাপে ইতালির এই কিয়েল্লিনিকে কামড় দিয়েই নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ।
সেই বিশ্বকাপের পর বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রতিদ্বন্দ্বী। এই খবরে সোশ্যাল নেটওয়ার্কেও আলোচনার ঝড়! বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটনাবেন কি সুয়ারেজ?
দুই ক্লাবের দুই তারকাকে নিয়ে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হচ্ছে নানা-রকমের মন্তব্য। সেইসঙ্গে নানান ধরণের ব্যাঙ্গাত্বক ছবিও। সেখানে জুরাসিক পার্ককে বানিয়ে দেওয়া হয়েছে সুয়ারেজ পার্র্ক! শুধু তাই নয় সেখানে ডায়নোসোর হয়ে কিয়েল্লিনিকে তাড়া করছেন সাবেক লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ!
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৫/মাহবুব