ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অষ্টম আসর। প্রতিবারের মতো আসর জমাতে এবারও ভাড়া করা হয়েছে সুন্দরী নারীদের। চুক্তি অনুযায়ী, দলের ব্যাটিংয়ের সময় বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারির সময় চিয়ারলির্ডাসদের নাচতে হয়। গত সপ্তম আসর পর্যন্ত এটাই করতেন তারা। কিন্তু এবার ভারতে মাটিতে থেকে ভারতীয় পুরুষদের সমালোচনায় মুখর এইসব চিয়ারলিডাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক চিয়ারলিডার বলেন, 'আমি ভারত এবং অন্যান্য পশ্চিমা দেশেও চিয়ারলিডিং করি। ভারতের পুরুষরা অনেক নিম্ন মানসিকতার। আমি যেখানেই যাই কিছু খারাপ মানুষ আমার পেছন নিবেই। কিন্তু তারা কেন নেন এটা এখনো আমি বুঝে উঠতে পারছিনা।'
স্টেডিয়ামের অবস্থা সম্পর্কে ওই চিয়ারলিডার বলেন, ‘বেশিরভাগ সময়েই আমি তাদের শুনতে পাই না। তারা পেছন দিয়ে অনেক ডাকাডাকি করে। আমি যথাসাধ্য চেষ্টা করি তাদের থেকে দূরে থাকতে। আমার নিজস্ব কিছু নিয়ম কানুন আছে। আমি কারোর সাথেই কোন ছবি তুলি না শুধু নারী এবং বাচ্চারা ছাড়া।’
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৫/মাহবুব