সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে মুশফিকুর রহিমের নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। খুলনায় অনুষ্ঠিত প্রথম টেস্টে বেশ ভালো পারফর্ম করলেও দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই বেশ বাজে খেলে বাংলাদেশ। সফরকারী পাকিস্তানের কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা। উভয় টেস্টেই মুশফিক ব্যক্তিগতভাবে বেশ বাজে খেলেছে। তা সে সত্ত্বেও আগামী মাসে দেশের মাটিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে তাকেই আপাতত অধিনায়ক রাখা হচ্ছে। অধিনায়ক পরিবর্তনের কোনো চিন্তা-ভাবনা করছে না বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেও পাকিস্তানের বিপক্ষে মুশফিকের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। তবে এ মুহূর্তে মুশফিককে অধিনায়কত্ব থেকে সরানোর কোনো পরিকল্পনা বোর্ডের নেই বলে তিনি জানান।
বিসিবি প্রেসিডেন্ট পাপন বলেন, 'আমি মনে করি না ভারত সিরিজের আগে অধিনায়ক পরিবর্তনের কোনো প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মিরপুর টেস্টে অধিনায়কের পারফরম্যান্স এবং অন্যান্য ক্রিকেটারদের পারফরম্যান্স খুব-ই খারাপ ছিল। আমরা খুশি নই। ক্রিকেটাররা মানসিকভাবে সঠিক অবস্থানে নেই। টেস্ট অধিনায়ক পরিবর্তনের বিষয়টি ভাবতে হবে তবে এই মুহূর্তে আমরা কোনো পরিবর্তন আনতে চাই না।'
বিডি-প্রতিদিন/ ১৩ মে ২০১৫/শরীফ