গতবারের মতো এবারও বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত। বাংলাদেশ সফরে না এসে বিশ্রামে থাকার জন্য এরই মধ্যে বোর্ডের কাছে আবেদন করেছেন বিরাট কোহলি। এছাড়া আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারও বিশ্রামে যাওয়ার আবেদন করেছেন।
গত ডিসেম্বর থেকে টানা সিরিজ খেলেছে ভারতীয় ক্রিকেটাররা। আর এখন ব্যস্ত আইপিএল নিয়ে। তাই ২০১৪ সালের মতো এবারও এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা কিন্তু আইপিএলে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই গঠিত হতে পারে ভারতীয় দল। দর্শক আগ্রহের কথা বিবেচনা করে অন্তত কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানোর জন্য বিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই'র একটি সূত্র জানায়, 'কোহলি বিশ্রাম চান এটা নিশ্চিত। শেষ এক বছরে অনেক সফর করেছে বলে দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকে বাংলাদেশ সফর করতে চাইছে না। তাদের কয়েকজন বিশ্রাম চেয়েছে।'
সূত্রটি আরো জানায়, 'কিন্তু বিসিবি টিভি দর্শকদের আগ্রহের কথা ভেবে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় অন্তত দলে রাখার কথা বলেছে। সম্ভাব্য কারা এই সফরে থাকছে সেই তালিকা আমরা এখনো করিনি।'
বিডি-প্রতিদিন/ ১৫ মে ২০১৫/শরীফ