আসন্ন বাংলাদেশ সফরের সময় 'ছুটি' চাইছেন বিরাট কোহলিসহ ভারতের কয়েকজন সিনিয়র খেলোয়াড়। দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, কোহলিসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এই সফরে যেতে আগ্রহী নন।
বাংলাদেশ সফরে দল গঠনের জন্য সন্দীপ পাতিলের নেতৃত্বে নির্বাচক কমিটি মুম্বাইয়ে বৈঠকে বসবে ২০ মে। এর পরই জানা যাবে, কে কে আসবেন না এ সফরে।
গত বছরের জুনে বাংলাদেশ সফরে ভারতের অনেক তারকা খেলোয়াড়ই আসেননি। আসেনি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সহ-অধিনায়ক বিরাট কোহলি। সুরেশ রায়নার কাঁধে নেতৃত্বের দায়িত্ব দিয়ে তরুণ দল পাঠিয়েছিল ভারত।
গত বছরও আইপিএলের পরপর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেই দলে ছিলেন রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেল, পারভেজ রাসুলরা।
এরই মধ্যে চূড়ান্ত হয়েছে আসন্ন সিরিজের সময়সূচি। ফুতল্লায় সিরিজের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে ১০-১৪ জুন। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ জুন। এবার অবশ্য বৃষ্টির কথা বিবেচনা করে প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।