'আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না' বলে চিৎকার করছিলেন রিভার প্লেটের ডিফেন্ডার মোরি। কোপা লিবারতেদরসের শেষ ষোলর ম্যাচে বোকা জুনিয়র্সের ভক্তরা রিভার প্লেটের ফুটবলারদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ শুরু করার পর মাঠের নানান স্থান থেকে মোরির মতোই আওয়াজ উঠতে লাগল। ততক্ষণে ম্যাচ বন্ধ হয়ে গেছে।
পিপার স্প্রে সাধারণত পুলিশই ব্যবহার করে। রাজনৈতিক সমাবেশ পণ্ড করতে কিংবা কোনো দাঙ্গা থামাতে সাধারণত এ স্প্রে ব্যবহার করা হয়। পিপার স্প্রে ব্যবহারে ভুক্তভোগীরা সাময়িকভাবে অন্ধ হয়ে যায়। চোখে প্রচণ্ড জ্বলন শুরু হয়। সেই সঙ্গে অসহ্য ব্যথা। এবার পুলিশের দাঙ্গা থামানোর অস্ত্র ব্যবহৃত হলো ফুটবল মাঠে। আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের ভক্তদের মধ্যে ঐতিহ্যগতভাবেই সম্পর্ক খুব খারাপ। লিগের ম্যাচ তো বটেই এমনকি কোপা লিবারতেদরসের কোনো ম্যাচ হলেও দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। বৃহস্পতিবার এমনই এক উত্তেজনার চরম প্রকাশ দেখল ফুটবল দুনিয়া। কোপা লিবারতেদরস কাপের শেষ ষোলর ম্যাচে মুখোমুখি বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। প্রথম লেগে রিভার প্লেটের কাছে ১-০ গোলে হেরেছে বোকা জুনিয়র্স। দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলতে নেমেও ঠিকঠাক সামলাতে পারছিল না রিভার প্লেটকে। ম্যাচের অবস্থা বেগতিক দেখে বোকা জুনিয়র্সের ভক্তরা মাঠে ছুড়ে মারলেন পিপার স্প্রে। রিভার প্লেটের ফুটবলাররা প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই কোপা লিবারতেদরস কর্তৃপক্ষ ম্যাচ বন্ধ করে দেয়। তবে এখনো ম্যাচের কোনো ফলাফল নির্ধারণ করা হয়নি। ফুটবল মাঠে পিপার স্প্রে বোকা জুনিয়র্সের ভক্তরাই ব্যবহার করতে শেখাল! আগেই বোকা-রিভার প্লেট দ্বৈত লড়াইয়ে আগুন ছড়াত। এখন থেকে এ দুই দলের লড়াই হলে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে।