চলতি মাসেই হবে ফিফার কংগ্রেস। নির্বাচিত হবেন নতুন সভাপতি। তবে এ কংগ্রেসে যোগদানের সুযোগ হারাতে পারে ইসরায়েল। ইহুদি এ রাষ্ট্রটি ফিলিস্তিনি ফুটবলের ক্ষতি করছে বলে অভিযোগ তুলেছে ফিফা। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ঘোর বিরোধী ফিফা সভাপতি সেপ ব্লাটার ঘোষণা করেছেন, ইসরায়েলকে শপথ করতে হবে যে তারা এ যুদ্ধ বন্ধ করবে। কেবল তবেই তাদের ডেলিগেশন দেওয়া হবে। ফিলিস্তিনের ফুটবল স্টেডিয়ামে বোমা হামলা করে ফুটবলকে সরাসরি আক্রমণ করছে ইসরায়েল। ফিফার এমন অভিযোগের একটা সুস্পষ্ট জবাব দিতে ব্যর্থ হলে ইসরায়েল ফুটবল দুনিয়া থেকে আপাতত ছিটকেও পড়তে পারে। ফিফার সাপ্তাহিক ম্যাগাজিনে এক কলামে ফিফা সভাপতি সেপ ব্লাটার লিখেছেন, 'ইসরায়েল ফিফার ডেলিগেশন হতে পারবে না যদি তারা কয়েকটা বিষয়ে আমাদের সুবিধা না দেয়।' ওই সুবিধাগুলোর মধ্যে রয়েছে, ফিলিস্তিনের ওপর আক্রমণ বন্ধ করাও। ইসরায়েল জাতিসংঘকেই পাত্তা দেয় না। দেখা যাক, নেতানিয়াহু এবার ফিফার কথায় কান দেয় কি না!