কুর্মিটোলা গলফ কোর্সে ঢুকতেই প্রবেশ মুখে দৃষ্টি কাড়ে বিলবোর্ডগুলো। যেখানে লেখা- ‘প্লে গলফ লিভ লং’ ‘আ টর্চ অব গ্রিন’। প্রথম কথাটি হচ্ছে এশিয়ার ট্যুর গলফের স্লোগান। আর কোর্সে প্রবেশের পরই দ্বিতীয় বাক্যটির তাৎপর্য বোঝা যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। অপূর্ব সুন্দর এই কুর্মিটোলা গলফ কোর্সে আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’।
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই গলফ উৎসবে অংশ নিচ্ছে ২৫ দেশের ১৫৬ জন গলফার। দেশ-বিদেশের গলফারদের পদচারণায় এখন মুখরিত কুর্মিটোলা। অধিকাংশ গলফারই চলে এসেছেন বাংলাদেশে। গতকাল অনেকে অনুশীলনও করেছেন।
এবারের টুর্নামেন্টে ৩১ বাংলাদেশির সঙ্গে থাকবেন ১২৫ বিদেশি গলফার। তবে আসল লড়াই হবে ৩০-৩৫ জনের মধ্যে। ঘরের মাটিতে শিরোপার অন্যতম দাবিদার সিদ্দিকুর রহমান। শিরোপায় দৃষ্টি রাখছেন দুবারের এশিয়ান ট্যুর শিরোপা জয়ী ভারতের উদীয়মান তারকা রশীদ খান। যুক্তরাষ্ট্রের বেরি হেনসন কিংবা সিঙ্গাপুরের মাদরান মামতেরও। এশিয়ান ট্যুরের চার তারকা গলফার গতকাল মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন।
সিদ্দিকুর রহমান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘এটা কখনো চিন্তা করিনি যে আমাদের বাংলাদেশে এতো বড় প্রাইজমানির এক টুর্নামেন্ট হবে- যেখানে ২৫টি দেশের খেলোয়াড়রা খেলবে। এটা আমাদের দেশের জন্য এবং গলফের জন্য অনেক বড় ব্যাপার। এটা আমার নিজের কোর্স। এখানে আমি বাড়তি সুবিধা পাব। এর আগে দেখেছি, এখানে সব মিলে পারের চেয়ে ১৫ শট কম খেলে শিরোপা জিতেছি। এবারও যদি তেমন করতে পারি আশা করি জয় পাওয়া সম্ভব। তবে এই সুবিধাটা আমি এবং আমরা (দেশের অন্য গলফাররা) ভালো করতে পারব।’
২৪ বছর বয়সীয় ভারতীয় গলফার রশীদ খান বলেন, ‘এই গলফ কোর্সটা অনেক চমৎকার। যদিও সব গলফ কোর্সই অনেকটা একই রকম। এই কোর্সে আমি এর আগে খেলেছি। এখানে আমার ভালো লেগেছে। আমার টার্গেট হচ্ছে অনেক ভালো খেলা। তারপর সবাই তো শিরোপা জিততে চায়।’ তবে তিনি বাংলাদেশি গলফারদেরই প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করছেন। রশীদ বলেন, ‘সিদ্দিকুর রহমান বাংলাদেশের গ্রেট গলফার। তিনি খুবই চমৎকার খেলেন। তার মেধা সম্পর্কে সবাই জানে। গত ৪-৫ বছর থেকে তিনি খুবই ভালো খেলছেন। তবে এখানকার স্থানীয় গলফাররাও অনেক ভালো। আমি জামাল, সোহেল সম্পর্কে জানি। তারাও অনেক ভালো করার ক্ষমতা রাখেন।’
মার্কিন যুক্তরাষ্ট্রের গলফার বেরি হেনসন। ২০১১ সালে এশিয়ান ট্যুরে ফিলিপাইন ওপেনের শিরোপা জিতেছেন তিনি। দেশ-বিদেশের নানা গলফ কোর্সে খেলেছেন। কিন্তু কুর্মিটোলা গলফ কোর্স দেখে অভিভূত হেনসন। মার্কিন গলফার বলেন, ‘আমি প্রথমবারের মতো এখানে এসেছি। কোর্সটা আমার খুবই ভালো লেগেছে। এক কথায় চমৎকার। সত্যিই আমি এখানে আসতে পেরে খুবই এক্সাইটেড। তাছাড়া এখানকার আবহাওয়া খুবই চমৎকার। একেবারে খেলার উপযোগী। বাংলাদেশের আবহাওয়া আমার খুবই পছন্দ হয়েছে।’
এই টুর্নামেন্টে যাদের দিকে দৃষ্টি থাকবে, তাদের মধ্যে অন্যতম সিঙ্গাপুরের গলফার মাদরান মামত। চার চারবার তিনি এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। তিনি শিরোপা জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন, ‘এখানে অনেক ভালো গলফার আছে। আশা করি খুবই জমজমাট লড়াই হবে। তবে আমি ভালো করার ব্যাপারে আশাবাদী।’
এই টুর্নামেন্ট ঘিরে দেশবাসীর দৃষ্টি থাকবে সিদ্দিকুরের দিকে। দেশসেরা গলফার নিজেও ঘরের কোর্সে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। তবে যাতে চাপ বেড়ে না যায়, সে জন্যও সতর্ক সিদ্দিকুর। তিনি বলেন, ‘শিরোপা জয়টা আমি চ্যালেঞ্জ হিসেবে নেব না। তাহলে আমার ওপর চাপ হিসেবে কাজ করবে। যদি আমি আমার স্বাভাবিক পারফরম্যান্সটা দেখাতে পারি আশা কর শিরোপা জিততে পারব। তাই আমি যাতে উপভোগ করতে পারি সেদিকে লক্ষ্য থাকবে।’
এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা হিসেবে সিদ্দিকুর ২০১০ সালে ব্রুনাই ওপেন জিতেন। তারপর ২০১৩ সালে দিল্লিতে জেতেন হিরো ইন্ডিয়া ওপেন। তবে সেই সিদ্দিকুরের চেয়ে বর্তমানের সিদ্দিকুর অনেক বেশি পরিণত। দেশসেরা গলফার নিজের মুখেই তা বললেন, ‘আসলে ২০১০ সালের সঙ্গে এখনকার অনেক পার্থক্য। তখন ছিলাম একেবারে নতুন। এরপর আমি অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। এখন অনেক বেশি অভিজ্ঞ। দেশের বাইরে অনেক প্রশিক্ষণ নিয়েছি। যদিও আগের চেয়ে এখন প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেছে।’
তবে গত দুই বছর কোনো শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর। তা নিয়ে ভাবনা তো থেকেই যাচ্ছে। এ নিয়ে সিদ্দিকুর বলেন, ‘আমি ইনজুরিতে ছিলাম। এখন আমি শতভাগ সুস্থ। গলফে ভালো খারাপ হতেই পারে। তবে এখন আমি সামনের দিকে তাকাতে চাই। আমি এখানে অনুশীলন করেছি। আশা করছি ভালো করতে পারব।’ শিরোপা জয়ের ক্ষেত্রে কোনো গলফারকে সবচেয়ে বড় বাধা মনে করেন, এমন প্রশ্নে সিদ্দিকুর বলেন, ‘আমি আসলে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি কোর্সের সঙ্গে খেলে যাই। কোর্সকেই সম্মান করি। যদি কোর্স অনুযায়ী খেলতে পারি আশা করি জয়ের সম্ভাবনাও থাকবে। তাই আমি সবার আগে কোর্সকেই বেশি গুরুত্ব দেই। তবে সব গলফারই আমার পরিচিত। কে কখন ভালো খেলবে বলা কঠিন। তবে ছন্দে থাকাটা জরুরি।’
শিরোনাম
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
লড়াই হবে জমজমাট
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
চবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত
১০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট-২০২৫’ জিতলো ফ্রেন্ডশিপ এনজিও
২১ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ