চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে দলবল নিয়ে লন্ডনের রাস্তায় মিছিল নিয়ে বের হলেন। মার্সিডিস বেঞ্জের বিশাল বাস। গায়ে বড় করে লেখা 'চ্যাম্পিয়ন'। খোলা ছাদে দাঁড়িয়ে চেলসির সব তারকা। দিদিয়ের দ্রগবা থেকে শুরু করে জন টেরি- কে নেই ওখানে! ভক্তদের ভিড় ঠেলে রাস্তায় এগিয়ে চলেছে চেলসির চ্যাম্পিয়ন দলটা। দ্রগবার এটা শেষ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা উৎসব। এবারেই তো পাড়ি দিচ্ছেন নতুন ঠিকানায়। হয়তো পরের বছর অবসরেও চলে যাবেন। চেলসিতে এমন বুড়ো অনেকেই আছেন। যেমন জন টেরি। দীর্ঘদিন চেলসির অধিনায়কত্ব করেছেন। ৩৪ বছর বয়সী এ বুড়োকেও হয়তো বিদায় নিতে হবে চেলসি থেকে। মরিনহো তো বলেই দিয়েছেন, চেলসিতে তিনি তরুণ রক্ত চান!
ভবিষ্যৎ নিয়ে জন টেরিরা মোটেও চিন্তিত নয়। বরং ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতে পেয়ে উৎসব নিয়েই মাতোয়ারা তারা। বেশ কয়েক ম্যাচ আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছিল চেলসি। তবে শেষ দিনেও জয় নিয়েই মাঠ ছাড়ল ব্লুজরা। স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে চেলসি। এ জয়ে মৌসুম শেষে মরিনহোর শিষ্যরা সংগ্রহ করল ৮৭ পয়েন্ট। ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি শেষ দিনে ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। জয় পেয়েছে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনালও। গানাররা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচকে। তিন ফেবারিট জিতলেও হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ড্রতেও অবশ্য হাল সিটি রেলিগেশন থেকে বাঁচতে পারল না। এবার ইংলিশ লিগ থেকে রেলিগেশনের শিকার হয়েছে কুইন্স পার্ক রেনজার্স এবং বার্নলিও। শেষ দিনে ফেবারিট লিভারপুল ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে স্টোক সিটির কাছে!
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি সেরা দলগুলোর অন্তর্ভুক্ত হয়েছিল হোসে মরিনহোর প্রথম টার্মে। সেবার তিনি দুটি ইংলিশ লিগ এনে দিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো ব্লুজদের দায়িত্ব নিয়েও নিজের যোগ্যতার প্রমাণ দিলেন পর্তুগিজ এই কোচ। গত মৌসুমে জিতেছিলেন ফুটবল লিগ কাপ। এবার জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগ। ক্লাবের হর্তাকর্তা রোমান আব্রামোভিচকে জানান দিলেন, চেলসির জন্য মরিনহোই যোগ্য কোচ! সঙ্গে জানিয়ে রাখলেন, ভবিষ্যতে সফল হওয়ার জন্য প্রয়োজন নতুন তারকা ফুটবলার। শিরোপা হাতে পেয়েই মরিনহো বললেন, 'আমাদের এ শিরোপা উৎসব প্রতিপক্ষ ভালোভাবে নেবে না। তারা আগামী মৌসুমেই শিরোপা জিততে চাইবে। সম্ভবত আমাদের কিছু নতুন তারকার প্রয়োজন পড়বে।'