ফিফা সভাপতি পদে এক সময় নির্বাচনেরই ঘোষণা দিয়েছিলেন সাবেক ফরাসি তারকা এবং বর্তমান উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। তবে শেষ পর্যন্ত সেপ ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী হননি তিনি। ফিফা সভাপতি নির্বাচনের মাত্র দিন কয়েক বাকি। এর মধ্যে ব্ল্যাটারের প্রতি নিজের বিরক্তির কথা আবারও জানান দিলেন প্লাতিনি। ফরাসি এক পত্রিকাকে তিনি বলেছেন, 'সেপের (ব্ল্যাটার) বিরুদ্ধে আমার বলার কিছুই নেই। তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। তবে ফিফায় আমাদের এমন লোক প্রয়োজন যে নিজের মিশন শেষ করার চেয়েও ফুটবলের উন্নয়নকে গুরুত্ব দিবে।' তিনি সরাসরি জর্ডানের প্রিন্স আলিকে সমর্থন দেন। প্লাতিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে প্রিন্স আলিকে সমর্থন করি। আমি মনে করি প্রিন্স আলি ফিফার দারুণ একজন প্রেসিডেন্ট হবেন।' ২৯ মে ফিফা সভাপতি নির্বাচন। এর আগে ব্ল্যাটারের অন্য দুই প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো এবং নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সভাপতি প্রাগ নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।