জাতীয় দলের শূন্যস্থান পূরণ করতেই হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি ইউনিট) চালু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল এইচপির ২২ সদস্যের মূল স্কোয়াড, ব্যাটিং, বোলিং, স্পিন ও উইকেটরক্ষক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এদের নিয়ে জুনের প্রথম সপ্তাহে কার্যক্রম শুরু হবে এইচপির। কার্যক্রম চলবে সেপ্টেম্বর পর্যন্ত। কার্যক্রম পরিচালনা করবেন দেশি ও বিদেশি কোচ। দেশি কোচদের মধ্যে থাকবেন সারওয়ার ইমরান, এহসান, ওয়াহিদুল হক ও গোলাম মর্তুজা। কনসালটেন্ট হিসেবে থাকবেন মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদ পাইলট। ৮ কোটি টাকার প্রোগ্রামের ডিরেক্টর অব কোচিং পল টেরি। প্রধান কোচ ম্যাল লয় এবং মহা ব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেন।
এইচপি স্কোয়াড : রনি তালুকদার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, তাসামুল হক, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইবুর রহমান পারভেজ, জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজীব, নিহাদুজ্জামান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী, শুভাশীষ রায়, মেহেদি হাসান, কামরুল ইসলাম, দেওয়ান সাব্বির আহমেদ, নুরুল হাসান, জাবিদ হোসেন ও ইরফান শুক্কুর।
এইচপি ব্যাটিং স্কোয়াড: রনি তালুকদার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, তাসামুল হক, মাহামুদুল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিথুন, তাইবুর রহমান পারভেজ, সৈকত আলী, আসিফ আহমেদ রাতুল, মেহেদী মারুফ, আরিফুল হক, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন, মাইশুকুর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান শুভ, রকিবুল হাসান ও শাহরিয়ার নাফিস।
এইচপি পেস বোলিং স্কোয়াড: আবুল হাসান রাজু, আল আমিন, রবিউল ইসলাম শিপলু, শুভাশিষ রায়, শফিউল ইসলাম, মোহাম্মাদ শহীদ, আবু জায়েদ চৌধুরী, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, দেওয়ান সাব্বির, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মাশরাফি বিন মর্তুজা, কাজী অনিক ইসলাম, সোহাগ রেজা, মোস্তাফিজুর রহমান ও মুক্তার আলী।
এইচপি স্পিন বোলিং স্কোয়াড: জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজিব, নেহাদুজ্জামান, নাসুম আহমেদ, সোহাগ গাজী, নুর হোসেন মুন্না, সানজামামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, আহমেদ সিদ্দিকুর ও রাহাতুল ফেরদৌস জাভেদ।
এইচপি উইকেট কিপিং স্কোয়াড : কাজী নুরুল হাসান সোহান, জাবিদ হোসাইন, ইরফান শুক্কুর, হামিদুল ইসলাম হিমেল, জসিমুদ্দিন, লিটন কুমার দাস ও মোহাম্মদ মিথুন।