হকির সমস্যা সমাধানের চেষ্টার কমতি রাখছেন না যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। রবিবার তিনি মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেটের পুরস্কার বিতরণ করতে। হকির টার্ফ দেখে তিনি আফসোস করে বলছিলেন, এত সুন্দর মাঠ অথচ হকির খেলা নেই। সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন প্রিমিয়ার লিগ গড়ানোর ব্যাপারে আপনি যে উদ্যোগ নিয়েছেন তাতে সফল হতে পারবেন কী? জয় দৃঢ়ভাবে বলেছেন, সমস্যা দীর্ঘদিনের তাই সমাধান করতে একটু সময় লাগবে। তবে সব দলের অংশগ্রহণে লিগ হবেই। কিভাবে সম্ভব, এ ব্যাপারে তার বক্তব্য ছিল দেখেন আমি সব দলকে একটেবিলে বসাতে পেরেছি। সব দলই চায় লিগ শুরু হোক। তাহলে কি চার ক্লাবের দাবি মেনে নিয়ে হকির নির্বাচিত কমিটি বিলুপ্ত করা হবে।
জয় বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি আগে লিগ শুরু করে তারপর মূল সমস্যা সমাধানের। কারণ যেভাবে হোক বর্তমান কমিটিকে চার ক্লাব মেনে নিতে পারছে না। এটা ক্রীড়াঙ্গনে নতুন কোনো ঘটনা নয়। সমস্যা যেমন সৃষ্টি হয় তার সমাধানেরও পথ রয়েছে। কিন্তু কোনো অবস্থায় প্রিমিয়ার লিগকে অনিশ্চয়তর মুখে ঠেলে দেওয়া ঠিক হবে না। মনে রাখতে হবে এ লিগই দেশের হকির সবচেয়ে বড় ও মর্যাদাকর আসর। এই খেলা মাঠে না গড়ালে হকিতে বিপর্যয় নেমে আসবে। খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়বেন। আশার কথা এটা সব দলই উপলব্ধি করছে। তাই সব দলের অংশগ্রহণে এবার লিগ শুরু হবে। বিকল্প ব্যবস্থা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এমন এক ব্যক্তিকে চেয়ারম্যান করে নতুনভাবে লিগ কমিটি গঠনের চিন্তা ভাবনা চলছে কি? জয় বলেন, হকির জন্য যা মঙ্গলময় তা চিন্তা করেই আমি এগুচ্ছি।