আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন মাত্র দুইজন ক্রিকেটার। তারা হচ্ছেন ইংল্যান্ডের জিম লেকার এবং ভারতের অনীল কুম্বলে। লেকার ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং কুম্বলে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার এক অনন্য রেকর্ড স্থাপন করেছিলেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পর তাদের এই কীর্তির কাছাকাছি যেতে পেরেছে এক শিশু। তবে রেকর্ড স্পর্শ করা হয়নি তার। শিশুটির বয়স মাত্র ৯ বছর। আর এত অল্প বয়সেই মাত্র ৯ রান দিয়ে প্রতিপক্ষের ৯ টি উইকেট নিয়েছে সে। তবে কোনো আন্তর্জাতিক ক্রিকেটে এ ঘটনা ঘটেনি।
অাসলে ভারতের মুম্বাই ক্রিকেটে অ্যাসোসিয়েশনের অনুর্ধ্ব ১৪ গ্রীষ্মকালীন বাছাই পর্বের একটি ম্যাচ চলছিল। আর সেখানেই এই ঘটনা ঘটে। মাত্র ৯ রানের বিনিময়ে ৯ উইকেট শিকারী বিস্ময় সৃষ্টিকারী ওই শিশুর নাম মুশির খান।
বাছাই পর্বে অংশ নেওয়া দাদর ইউনিয়নের বামহাতি স্পিনার মুশির খান। ২ দিনের ওই ম্যাচে দাদর বিরারের বিপক্ষে একটি হ্যাট্রিকও করেছে সে। ২ ইনিংসে মোট ১২ উইকেট নিয়েছে শিশুটি। মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট হাতেও সফল মুশির। ১৫২ বলে তার ব্যাট থেকে এসেছে ৪৮ রান। তার এ কৃতিত্বে জয়ও পেয়েছে দাদর ইউনিয়ন।
মুশিরের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, ১৯৯৯ সালে আন্তর্জাতিক ম্যাচে অনিল কুম্বলের অনন্য রেকর্ডের কথা শুনলেও ওই ম্যাচের কোনো ভিডিও দেখেনি মুশির। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই খুদে ক্রিকেটার বলে, 'আর একটু হলেই ১০টি উইকেট পেয়ে যেতাম। সামান্য ভুলের কারণে শেষ উইকেটটি নামের পাশে থাকলো না। তবে এটা নিয়ে কোনো আফশোস নেই।'
উল্লেখ্য, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলেন মুশিরের বড় ভাই সরফরাজ খান। এবার ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ১৭ বছরের এই তরুণ। সম্প্রতি শেষ হওয়া অষ্টম আইপিএল আসরের ওয়ান্ডার খেলোয়াড়ের তালিকায়ও রয়েছেন সরফরাজ। দলের অধিনায়ক বিরাট কোহলিও সরফরাজের ব্যাপক প্রশংসা করেছেন।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ