চলতি মৌসুমে চমৎকার খেলে তিনটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা। এবার ২৩তম লা লিগা শিরোপাধারী বার্সেলোনার মেসি, নেইমারের গায়ে আগামী মৌসুমেই দেখা যাবে নতুন জার্সি। তবে মেসিদের নতুন জার্সিতে কেবল ডিজাইনের বদল হয়েছে। কালার ঠিক একই রয়ে গেছে।
বার্সেলোনার ১১৫ বছরের ইতিহাসে এই প্রথম জার্সিতে লম্বালম্বি স্ট্রাইপের বদলে থাকছে পাশাপাশি স্ট্রাইপ। ক্লাবের পতাকার কালারের সঙ্গে মিল রেখে মেসি, নেইমার, সুয়ারেজদের জন্য বানানো হচ্ছে নতুন এই জার্সি।
এদিকে, আজ মঙ্গলবার থেকে অনলাইনে নতুন জার্সি কিনতে পারবেন বার্সার ভক্তরা। প্রিয় ক্লাবের জার্সি পাওয়া যাবে NIKE.COM/FCB তে ও নাইকির অফিসিয়াল স্টোরে। এছাড়া ক্লাবের অফিসিয়াল স্টোর থেকেও সংগ্রহ করা যাবে লা লিগার চ্যাম্পিয়নদের নতুন জার্সি।
নতুন জার্সিতে চারটি মেরুন কালারের স্ট্রাইপস থাকছে পাশাপাশি। অ্যাওয়ে ম্যাচের জন্য লাল-হলুদ স্ট্রাইপ জার্সিতেই দেখা যাবে কাতালানদের।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ