বিশ্বকাপ ক্রিকেটের পর আর ওয়ানডে খেলেনি। শেষ ওয়ানডে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন ৬৫ রানের ইনিংস। ক্রিকেট মহাযজ্ঞ শেষে ওয়ানডে না খেললেও আইপিএল খেলে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছেন। সেই প্রস্তুতি নিয়েই ওয়ানডে সিরিজ খেলতে এসেছেন সুরেশ রায়না। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর সবচেয়ে অভিজ্ঞ ভারতীয় ওয়ানডে ক্রিকেটার। ২১৫ ওয়ানডে খেলেন রান করেছেন ৫৩৮৮। বাংলাদেশের বিপক্ষে ১০ ওয়ানডেতে রান ৩৬৯। তাই বেশ ভালোভাবেই জানেন বাংলাদেশের শক্তি। সর্বশেষ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়ে নামছেন আগামীকাল। পরিসংখ্যান কিংবা শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশকে কোনোভাবেই হালকা ভাবে নিচ্ছেন না রায়না। বরং কঠিন প্রতিদ্বন্দ্বিতার আশাই করছেন।
গত জুনে বাংলাদেশ সফরে অধিনায়ক ছিলেন। এসেছিলেন খর্ব শক্তির দল নিয়ে। তারপরও সিরিজ জিতেছিলেন। এবার এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে। স্বাভাবিকভাবেই ফেবারিট। কিন্তু নিজেদের সেভাবে ভাবছেন না রায়না, 'আমরা পূর্ণ শক্তির দল নিয়েই এসেছি। আইপিএল খেলে ক্লান্ত থাকার পরও টেস্টে পূর্ণ শক্তির দল খেলেছে। ওয়ানডেতেও পূর্ণ শক্তির দল নিয়ে এসেছি। নিকটকালে বাংলাদেশ খুব ভালো ওয়ানডে খেলছে। আমাদের কাছে সিরিজটা খুবই গুরুতপূর্ণ। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই বিশ্বাস আমার।'
ফতুল্লায় বৃষ্টির জন্য পাঁচদিনের মধ্যে তিনদিনই হতে পারেনি। তাই স্বাভাবিকভাবে ম্যাচ হতে পারেনি। সেজন্য ভারতীয়রা তাকিয়ে আছেন আবহাওয়ার দিকে। দলের ড্রেসিং রুম ভালো থাকার পরও আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন রায়না, 'ড্রেসিং রুমে সবাই পজিটিভ। ধোনি ভাই এসেছেন। সবাই ওয়ানডে সিরিজের দিকে তাকিয়ে আছেন। তারপরও বৃষ্টি যেভাবে হচ্ছে, তাতে শঙ্কা থাকছে। তারপরও আমরা ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি।' গত জুনে তাসকিনের দুরন্ত বোলিংয়ে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল। তখন হারের একটি শঙ্কা জন্ম নিয়েছিল। কিন্তু অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি ৬ রানে ৬ উইকেট নিয়ে বিভীষিকা ছড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের সাজঘরে। ৫৮ রানে গুটিয়ে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। স্টুয়ার্টের ওই স্পেলের কথা বেশ ভালোভাবেই মনে আছে রায়নার, 'স্টুয়ার্ট হয়তো অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। কিন্তু আমি মনে করি এখনো সে আইপিএল ও প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো করবেন। প্রথম ওয়ানডের আগে আমরা কম্বিনেশন ঠিক করে নিব। আশা করি সে খেলবে।' ওই ম্যাচে তাসকিন ২৮ রানে নিয়েছিলেন ৫ উইকেট। তাসকিনের স্পেলের কথা ভুলেননি রায়না, 'বিশ্বকাপে তাসকিন খুব ভালো বোলিং করেছেন। এছাড়াও মাশরাফি, তামিমের মতো ভালো ক্রিকেটার রয়েছেন। রয়েছেন সাকিব। বিশ্বকাপে তাদের তরুণ ক্রিকেটাররা খুব ভালো খেলেছেন। আমাদের দল নিয়ে যদি জানতে চান, তাহলে বলব আমরা খুব ভালো খেলছি। আমরা সবাই প্রতিটি ম্যাচে ভালো খেলার জন্য মুখিয়ে আছি।'
বিশ্বকাপে দুই দলের ম্যাচের পর সম্পর্ক অনেকটাই শীতল হয়ে পড়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি আসায় সম্পর্ক এখন অনেক উষ্ণ। তাই শক্তিশালী ভারতীয় দল এসেছে সফরে। সে জন্যই ওয়ানডে সিরিজটির আবেদন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। বিষয়টি মাথায় রাখতে চান না রায়না। তিনি মনে রাখতে চান না ওই ম্যাচের কথা। তাকাতে চান সামনের দিকে।