হকির প্রিমিয়ার লিগ অনিশ্চিত। আদৌ এ আসর মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতবার ফেডারেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে লিগ বয়কট করেছিল মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং। তারপরও লিগ হয়েছে। আবাহনী ও ঊষা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। এবারও ফেডারেশন একাধিকবার লিগের দল-বদলের তারিখ ঘোষণা করে। কিন্তু লাভ হয়নি, লিখিতভাবে না জানালেও আবাহনী ও ঊষা দল বদলে আগ্রহী ছিল না। মোহামেডান-মেরিনার্সের মতো বড় দল না থাকাতে লিগ হয় জৌলসহীন। কিন্তু ফেডারেশন বার বার অনুরোধ করার পরও মোহামেডান-আবাহনীকে মাঠে (ফেরাতে পারেনি) তাই যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় নিজেই উদ্যোগ নেন জটিলতা দূর করার। সব ক্লাবগুলোর সঙ্গে বৈঠকও করেন। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন জটিলতা সব কেটে যাবে। খুব শিগগিরই সব দলের অংশগ্রহণে লিগ মাঠে গড়াবে।
না, উপমন্ত্রীও পারছেন না। তাহলে কি দেশের হকির সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট প্রিমিয়ার লিগ অন্ধকারে হারাতে বসেছে? সোমবার লিগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বশেষ পরিস্থিতি ক্লাবগুলোকে জানান হয়। সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ বলেন, দেখেন পুরো বিষয়টি দেখাশোনা করছেন উপমন্ত্রী জয়। সত্যি বলতে কি বল এখন আমাদের কোর্টে নেই। উপমন্ত্রী দায়িত্ব নিয়েছেন সমস্যা সমাধানের। আমরা এখন চেয়ে আছি তার সিদ্ধান্তের দিকে। কি করবেন জানি না। তবে আমরা বিপাকে আছি ক্লাব ও খেলোয়াড়রা বার বার জানতে চাচ্ছে লিগ শুরু হবে কবে? বিশ্বাস করবেন খেলোয়াড়দের দিকে তাকানো যায় না। আমিও খেলোয়াড় ছিলাম। লিগ না হলে মনের অবস্থা কেমন থাকে তা আমি ভালোমতোই জানি। কিন্তু কি করব। উপমন্ত্রী কিছু না জানালে কোনো সিদ্ধান্ত নেওয়া কি আমাদের ঠিক হবে?