আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা অনন্য ছিল চিলিয়ানদের জন্য। তাই তো সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ। তবে উদযাপনের ভাষাটা স্বাভাবিক ছিল না। উদযাপনের নামে এক শ্রেণির মানুষ ব্যাপক লুটপাট শুরু করে। এখানেই শেষ নয়, উদযাপনকালে গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও গাড়ি চাপায় মারা গেছেন আরো দুইজন।
শনিবার রাতে দেশটিতে ছাত্রছাত্রীদের বিজয়োল্লাসের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাকে কে বা করা গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও বিজয় মিছিলের সময় দক্ষিণ সান্টিয়াগো শহরে প্রায় ১০০ জনের একটি দল এক সুপার মার্কেটে লুট করার চেষ্টা চালায়। একই দিন পাবলো মোরা (৯০) এবং মার্কো অ্যান্টিনিও (৪৮) নামের দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
উল্লেখ্য, গতকাল ৫ জুলাই ফেভারিট আর্জেন্টিনাকে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকা জিতে স্বাগতিক চিলি। চিলির ফুটবল ইতিহাসে এটাই প্রথম কোনো বড় ধরনের আন্তর্জাতিক শিরোপা জয়।
বিডি-প্রতিদিন/৬ জুলাই ২০১৫/শরীফ