অ্যাশেজ সিরিজ হারের লজ্জার দায় নিজের কাঁধে নিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। টেস্টে বর্ণিল ক্যারিয়ারের অধিকারী ক্লার্ক অবলীলায় নিজের ব্যর্থতা মেনে নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ক্লার্কের হঠাৎ অবসরের ঘোষণায় হতভম্ব তার সতীর্থরা। ওভাল টেস্টেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। অ্যাশেজে ইতিমধ্যে ৩-১ ব্যবধান। সিরিজ হারলেও শেষ ম্যাচটি জিততে চান অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভ স্মিথ। ওভাল টেস্ট জিতেই ক্লার্ককে বিদায়ী অভ্যর্থনা জানাতে চান তিনি। ২৬ বছর বয়সী স্মিথ বলেন, 'অধিনায়কত্ব কিংবা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা রয়েছে আমার। তবে এগুলো নিয়ে পরে কাজ করা যাবে। এখন আমাদের সামনে একটাই কাজ, যেভাবেই হোক না কেন ওভাল টেস্টে জিততে হবে। কারণ, সেটি ক্লার্কের শেষ টেস্ট। তাই তার বিদায়টা জয় দিয়েই করতে চাই আমরা। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার ক্লার্ক। তার অধিনায়কত্বও ছিল অসাধারণ। আশা করছি, আগামী সপ্তাহে ক্লার্ককে আমরা ভালো কিছু উপহার দিতে পারব।'
অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়া অনেক বড় চাপের কাজ। পাশাপাশি অনেক সম্মানেরও। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত স্মিথ। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'এই দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।'