অল ইংল্যান্ড টেনিস ক্লাবে ২০১৩ সালে উইম্বলডন ফাইনাল। ৩ ঘণ্টা ৯ মিনিটের ম্যাচে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে শোচনীয়ভাবে হারিয়েছিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ওখানেই শেষ। এরপর টানা আটটা ম্যাচে পরাজয়ের নিষ্ঠুরতম প্রতিশোধ নিয়েছেন নোভাক জকোভিচ। অ্যান্ডি মারেকে দাঁড়াতেই দেননি প্রায় সময়। এর মধ্যে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালেও মারেকে নাস্তানাবুদ করেছেন জকোভিচ। একের পর এক পরাজয়ে অ্যান্ডি মারের আত্দবিশ্বাস ঠেকেছিল তলানিতে। তবে কোচ অ্যামেলি মরেসমো বরাবরই সান্ত্বনা দিয়ে আসছিলেন মারেকে। ফলাফলটা অবশেষে ধরা দিল। কানাডিয়ান ওপেনের ফাইনালে রবিবার মধ্য রাতে নোভাক জকোভিচকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে পরাজিত করেছেন অ্যান্ডি মারে। এ জয় পাওয়ার জন্য দুই বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হলো মারেকে।