‘রানার্স-আপ হওয়ায় আপনাদের সবাইকে অভিনন্দন। আগামী বছর আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে চাই। তবে ক্লাবের চেয়ারম্যান হিসেবে আমি মনে করি ধাপে ধাপে এগোনো উচিত। এটাই উন্নতির প্রথম ধাপ।’ মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স-আপ হওয়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের ফুটবলার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে এমনটাই বললেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। শুধু ধন্যবাদ কিংবা উৎসাহিতই করেননি ক্রীড়াপ্রেমিক ক্লাব চেয়ারম্যান, রানার্স-আপ হওয়ায় ২৫ লাখ টাকা বোনাসও ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে ফুটবলার ও পরিচালকদের সঙ্গে রানার্স-আপ ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন তিনি।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর শেখ রাসেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে শিরোপা জেতার জন্য দল গঠন করেন। দলে ভেড়ান দেশসেরা ফুটবলারদের। দেশি-বিদেশি তারকা ফুটবলারদের নিয়ে গড়া দলটি দৃষ্টিনন্দন ফুটবলও খেলে। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় শিরোপা পুনরুদ্ধার করতে পারেনি। দলের এমন পারফরম্যান্সেও সন্তুষ্ট বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সে জন্য গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় ফুটবলার ও ক্লাব পরিচালকদের সৌজন্যে অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে রানার্স-আপ ট্রফি নিয়ে উপস্থিত হন মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন এমিলি, মোহাম্মদ জাহিদ, জিন ইকাঙ্গা, পল এমিলি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু, তপু বর্মণ, রাসেল মাহমুদ লিটন, মামুন খানসহ অন্য ফুটবলাররা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক (স্পোর্টস) সালেহ জামান সেলিম, সম্মানিত দুই পরিচালক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্লাবের ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল ও অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
শক্তিশালী দল গড়েও বাজে রেফারিং ও দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় রানার্স-আপ হয়েই থাকতে হয় দলটিকে। চ্যাম্পিয়ন না হওয়ার ব্যাখ্যায় ক্লাবের ডিরেক্টর ইনচার্জ বলেন, ‘মাত্র দুই মিনিটের জন্য আমরা শিরোপা হারিয়েছি।’ শেখ জামালের বিপক্ষে ৩-২ গোলে এগিয়েছিল দলটি। কিন্তু অতিরিক্ত সময়ে দুই গোল খেয়ে হেরে যায় ৪-৩ ব্যবধানে। ওই হারেই শিরোপা রেস থেকে ছিটকে পড়ে দলটি। শিরোপা জিততে না পারায় কষ্ট পেয়েছেন ক্লাবের অধিনায়ক মিঠুন চৌধুরী। তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে অব্যাহত সহায়তা ও উৎসাহ দেওয়ার জন্য।
শিরোনাম
- স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
- বগুড়ায় খোকন হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
- জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ
- ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঘোষণা
- নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন
- রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- গাইবান্ধায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- বাগেরহাটে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
- বিএনপি ক্ষমতায় আসলে নারীর ক্ষমতায়ন হবে: আনিসুল হক
- কেনিয়ায় ভূমিধস, প্রাণ হারাল ১৩ জন
- কুড়িগ্রামে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ভূরুঙ্গামারী থানা পরিদর্শন
- ঢাকায় ঝুম বৃষ্টি
- প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
- পকেটমার-চুরির অভ্যাস কোনভাবেই ছাড়তে পারলেন না এই অভিনেত্রী!
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- সিরাজগঞ্জে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ তিন পাচারকারী গ্রেপ্তার
- মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রোকনউদ্দিন মিয়ার মতবিনিময়
- ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মিলছে মাদক, বাড়ছে অপরাধ
- ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৭০ হাজার
- ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
শেখ রাসেলের আনন্দঘন সন্ধ্যা
বোনাস ২৫ লাখ টাকা
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর