‘রানার্স-আপ হওয়ায় আপনাদের সবাইকে অভিনন্দন। আগামী বছর আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিততে চাই। তবে ক্লাবের চেয়ারম্যান হিসেবে আমি মনে করি ধাপে ধাপে এগোনো উচিত। এটাই উন্নতির প্রথম ধাপ।’ মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স-আপ হওয়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের ফুটবলার ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে এমনটাই বললেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। শুধু ধন্যবাদ কিংবা উৎসাহিতই করেননি ক্রীড়াপ্রেমিক ক্লাব চেয়ারম্যান, রানার্স-আপ হওয়ায় ২৫ লাখ টাকা বোনাসও ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে ফুটবলার ও পরিচালকদের সঙ্গে রানার্স-আপ ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন তিনি।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর শেখ রাসেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে শিরোপা জেতার জন্য দল গঠন করেন। দলে ভেড়ান দেশসেরা ফুটবলারদের। দেশি-বিদেশি তারকা ফুটবলারদের নিয়ে গড়া দলটি দৃষ্টিনন্দন ফুটবলও খেলে। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় শিরোপা পুনরুদ্ধার করতে পারেনি। দলের এমন পারফরম্যান্সেও সন্তুষ্ট বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সে জন্য গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় ফুটবলার ও ক্লাব পরিচালকদের সৌজন্যে অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে রানার্স-আপ ট্রফি নিয়ে উপস্থিত হন মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন এমিলি, মোহাম্মদ জাহিদ, জিন ইকাঙ্গা, পল এমিলি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু, তপু বর্মণ, রাসেল মাহমুদ লিটন, মামুন খানসহ অন্য ফুটবলাররা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক (স্পোর্টস) সালেহ জামান সেলিম, সম্মানিত দুই পরিচালক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্লাবের ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল ও অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
শক্তিশালী দল গড়েও বাজে রেফারিং ও দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় রানার্স-আপ হয়েই থাকতে হয় দলটিকে। চ্যাম্পিয়ন না হওয়ার ব্যাখ্যায় ক্লাবের ডিরেক্টর ইনচার্জ বলেন, ‘মাত্র দুই মিনিটের জন্য আমরা শিরোপা হারিয়েছি।’ শেখ জামালের বিপক্ষে ৩-২ গোলে এগিয়েছিল দলটি। কিন্তু অতিরিক্ত সময়ে দুই গোল খেয়ে হেরে যায় ৪-৩ ব্যবধানে। ওই হারেই শিরোপা রেস থেকে ছিটকে পড়ে দলটি। শিরোপা জিততে না পারায় কষ্ট পেয়েছেন ক্লাবের অধিনায়ক মিঠুন চৌধুরী। তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে অব্যাহত সহায়তা ও উৎসাহ দেওয়ার জন্য।
শিরোনাম
- ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই’র দেশব্যাপী বিক্ষোভ, ছয় এমপিএ গ্রেফতার
- সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৫২
- লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল
- গোপালগঞ্জে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- বাংলাদেশে গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের
- রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবরে শ্রদ্ধা
- বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত
- ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র্যালি
- শত শত মানুষ বলছে, স্বাধীন হইলাম : ফারুকী
- ‘জনতার আদালতে’ প্রকাশ্যে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর
- অভুক্ত ফিলিস্তিনিদের নিয়ে নতুন পরিকল্পনায় ইসরায়েলের
- গাজীপুরে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
- রাজধানীতে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
- জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
- হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন
- দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন
- জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
শেখ রাসেলের আনন্দঘন সন্ধ্যা
বোনাস ২৫ লাখ টাকা
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর