আগামী নভেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর তৃতীয় আসর। এ আসরে দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে মালিক বা ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করা ১০টি প্রতিষ্ঠানের নাম।
মঙ্গলবার রাজধানীর একমি ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ১০টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে ৭টি দলের মালিকানা।
আবেদন করা ১০টি প্রতিষ্ঠান হচ্ছে- বেক্সিমকো, স্পুরে, সোহানা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিস, ইনডেক্স গ্রুপ, আক্সিয়াম টেকনোলজি, বিবিসি ক্যাবলস, বেঙ্গল কমিউনিকেশন্স, ডিবিএল, ব্লুস কমিউনিকেশন ও নেট ওয়ার্ল্ড বিডি লিমিটেড। বিপিএলগভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে প্রতিষ্ঠানগুলো নাম ঘোষণা করেছেনগভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৫/মাহবুব